TRENDING:

Jasprit Bumrah : বোল্ট, শাহিনদের পেছনে ফেলে আইসিসির বিচারে সেরা ফাস্ট বোলার ভারতের বুমরাহ

Last Updated:

Jasprit Bumrah back to ICC number one odi bowler list again. ইংল্যান্ডকে ধ্বংস করে আইসিসির তালিকায় শীর্ষে বুমরাহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: সচিন তেন্ডুলকর আগেই বলে দিয়েছিলেন। এবার মেনে নিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেন। জসপ্রীত বুমরাহ যে এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবথেকে ধারাবাহিক ফাস্ট বোলার তাতে সন্দেহ নেই। মুখে নয়, কাজে প্রমাণ করছেন তিনি। ৭১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিংটা মঙ্গলবার রাতে করেছেন জসপ্রীত বুমরাহ।
ইংল্যান্ডকে ধ্বংস করে আইসিসির তালিকায় শীর্ষে বুমরাহ
ইংল্যান্ডকে ধ্বংস করে আইসিসির তালিকায় শীর্ষে বুমরাহ
advertisement

ভারতের পেসার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭.২ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। বুমরার বিধ্বংসী বোলিংয়েই ওভালে স্বাগতিক ইংল্যান্ডকে ১১০ রানে অলআউট করে ভারত ম্যাচটি জিতেছে ১০ উইকেটে। বুমরাহ তাঁর পারফরম্যান্সের পুরস্কার পেলেন আজ প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও।

দুই বছর পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন ভারতীয় পেসার। পাঁচ ধাপ এগিয়েছেন বুমরাহ। ২০২০ সালে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছিলেন বুমরাহ। বোল্টের কাছে শীর্ষস্থান খোয়ানোর আগের দুই বছরের বেশিরভাগ সময়ই শীর্ষে ছিলেন ২৮ বছর বয়সী বোলার।

advertisement

সব মিলিয়ে ৭৩০ দিন ওয়ানডের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ছিলেন ছিলেন তিনি। এগিয়েছেন ওভালে ৩১ রানে ৩ উইকেট নেওয়া বুমরাহর সতীর্থ মহম্মদ শামিও। তিন ধাপ এগিয়ে সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে আছেন ভারতীয় পেসার।

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

তবে আইসিসির তালিকায় সেরা হলেও সেটা নিয়ে ভেবে বেশি সময় নষ্ট করতে রাজি নন বুম বুম। বরং বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় প্রথম লক্ষ্য জানিয়েছেন তিনি। তালিকায় সেরা হওয়া তার কাছে বড় কথা নয়। আসল দেশের জয়। বুমরাহর পরে তালিকায় রয়েছেন বোল্ট, শাহিন আফ্রিদি, হ্যাজেলউড।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Jasprit Bumrah : বোল্ট, শাহিনদের পেছনে ফেলে আইসিসির বিচারে সেরা ফাস্ট বোলার ভারতের বুমরাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল