ভারতের পেসার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭.২ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। বুমরার বিধ্বংসী বোলিংয়েই ওভালে স্বাগতিক ইংল্যান্ডকে ১১০ রানে অলআউট করে ভারত ম্যাচটি জিতেছে ১০ উইকেটে। বুমরাহ তাঁর পারফরম্যান্সের পুরস্কার পেলেন আজ প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়েও।
দুই বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন ভারতীয় পেসার। পাঁচ ধাপ এগিয়েছেন বুমরাহ। ২০২০ সালে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের কাছে ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছিলেন বুমরাহ। বোল্টের কাছে শীর্ষস্থান খোয়ানোর আগের দুই বছরের বেশিরভাগ সময়ই শীর্ষে ছিলেন ২৮ বছর বয়সী বোলার।
সব মিলিয়ে ৭৩০ দিন ওয়ানডের র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ছিলেন ছিলেন তিনি। এগিয়েছেন ওভালে ৩১ রানে ৩ উইকেট নেওয়া বুমরাহর সতীর্থ মহম্মদ শামিও। তিন ধাপ এগিয়ে সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে আছেন ভারতীয় পেসার।
তবে আইসিসির তালিকায় সেরা হলেও সেটা নিয়ে ভেবে বেশি সময় নষ্ট করতে রাজি নন বুম বুম। বরং বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় প্রথম লক্ষ্য জানিয়েছেন তিনি। তালিকায় সেরা হওয়া তার কাছে বড় কথা নয়। আসল দেশের জয়। বুমরাহর পরে তালিকায় রয়েছেন বোল্ট, শাহিন আফ্রিদি, হ্যাজেলউড।