এই ম্যাচেই নির্বাসন কাটিয়ে ডাগআউটে ফিরছেন স্প্যানিশ কোচ। গত আইএসএলে গোয়া ম্যাচে বিতর্কে জড়িয়ে জরিমানা-সহ চার ম্যাচে নির্বাসিত ছিলেন কলকাতার প্রাক্তন কোচ। মরশুমের শুরুতে তাঁকে গ্যালারি থেকেই ম্যাচ দেখতে হয়েছে। পুণে টিমের দাবি, হাবাস ফিরলেই ম্যাচে ফিরবে হৃত্বিক রোশনের দল। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত খুব একটা আহামরি পারফরম্যান্স নয় পুণের । উল্টো দিকে শেষ ম্যাচ জিতে তিন নম্বরে চেন্নাই।
advertisement
এদিকে কোচি, মুম্বইয়ের পর ভারতের মাটিতে যুব বিশ্বকাপের জন্য ছাড়পত্র পেয়ে গেল গোয়াও। শনিবার গোয়ার ফাতোর্দা স্টেডিয়াম ঘুরে দেখেন ফিফার প্রতিনিধিরা। ২৩ সদস্যের দলের মতে, মারগাওয়ের এই স্টেডিয়াম যুব বিশ্বকাপের জন্য ফিট। আগামী ২৫ অক্টোবর কলকাতায় আসছেন ফিফার প্রতিনিধিরা। ওই দিন যুবভারতী ক্রীড়াঙ্গন ঘুরে দেখবেন তাঁরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2016 10:56 AM IST