১৮ বছর পর প্রায় এক কথার পুনরাবৃত্তি করলেন সোহেল খান। পাকিস্তানের জার্সিতে খুব বেশি ক্রিকেট ম্যাচ খেলেননি তিনি। ভাবে ২০১৫ সালে বিশ্বকাপের দলে ছিলেন। ভারতের বিরুদ্ধে পাঁচটা উইকেট নিয়েছিলেন। পাকিস্তানের সোহেল খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন উমরান মালিককে তিনি দেখেছেন।
কিন্তু তাকে নিয়ে এত লাফালাফি করার মানে খুঁজে পাচ্ছেন না। উমরানের মতো বোলার নাকি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে একগাদা আছে। কেউ তাদের নাম জানেনা। তারাও নাকি অনায়াসে ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। এরপর ইরফান পাঠান মনে করিয়ে দিয়েছেন এইসব ভুলভাল কথাবার্তা বলে পাকিস্তানের কিছু ক্রিকেটার মিডিয়ার আকর্ষণ টানতে চান।
আসলে সারা বছর এদের নিয়ে কেউ চর্চা করে না। যদি ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জড়িয়ে বিতর্ক উস্কে দেওয়া যায়, তবেই পাকিস্তানি ক্রিকেটারদের নাম মনে পড়ে মানুষের। সোহেল খানকে উমরান নিয়ে চিন্তা করতে বারণ করেছেন ইরফান।
কথা দিয়েছেন সোহেলের থেকে অনেক ভাল ক্যারিয়ার হবে উমরানের। সারা পৃথিবী মনে রাখবে। উল্টে সোহেল নিজে এত তাড়াতাড়ি হারিয়ে গেলেন কেন সেই প্রশ্ন তুলেছেন পাঠান। আর তার এই কথা নিয়ে ভারতে কেউ চার আনার গুরুত্ব দেবে না সেটাও জানিয়ে দিয়েছেন ইরফান।