কিন্তু প্রাক্তন পাকিস্তানি তারকা ওয়াসিম আক্রম এবং ভারতের ইরফান পাঠান মনে করেন অবশ্যই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের উচিত মহম্মদ শামিকে নিয়ে যাওয়া। জসপ্রীত বুমরাহ ফিরে আসবেন সবাই জানেন। কিন্তু মহম্মদ শামির অভিজ্ঞতা এবং ডেথ ওভারে বল করার ক্ষমতা এই এশিয়া কাপে মিস করছে ভারত।
ইরফান মনে করেন শামি দলে থাকলে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটসম্যানরা এত সহজে রান তুলতে পারতেন না। নিজের অভিজ্ঞতা এবং পেস দিয়ে পাকিস্তানকে চাপে ফেলে দিতেন শামি। তবে তিনি আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারটা লক্ষ্য করবে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে শামিকে দলে ফিরিয়েও নেবে।
কারণ অস্ট্রেলিয়ার মাঠে তার অভিজ্ঞতা প্রচুর। ওয়াসিম আক্রম মনে করেন অস্ট্রেলিয়ার উইকেটে শুধুমাত্র সুইং দিয়ে হবে না। বাড়তি পেস চাই, যেটা রয়েছে শামির কাছে। তাই এশিয়া কাপের ভুল থেকে শিক্ষা নেবে ভারত নিশ্চিত ইরফান এবং ওয়াসিম।
তবে ইরফান আশাবাদী এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হোক অথবা না হোক, বিশ্বকাপের আগে নিজেদের সম্পূর্ণভাবে দেখে নেওয়া এবং ভুল ত্রুটি ঠিক করে নেওয়ার মঞ্চ পেয়ে গেল টিম ইন্ডিয়া।