TRENDING:

Viacom18: ডিজিটাল প্ল্যাটফর্মে বিরাট বিনিয়োগ ! বড় জয় ভায়াকম ১৮-এর

Last Updated:

Viacom18 invests in digital platforms of the future: ভায়াকম ১৮ ছিনিয়ে নিয়েছে আইপিএলের ডিজিটাল স্বত্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিরাট অঙ্কে বিক্রি হয়েছে আইপিএলের (IPL Media Rights) সম্প্রচার স্বত্ব। টিভি ও ডিজিটাল, দুই আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা দুই সংস্থার হাতে গিয়েছে সম্প্রচার স্বত্ব। ভারতীয় উপমহাদেশে শুধুমাত্র টিভি স্বত্ব বিক্রি হয়েছে ২৩ হাজার ৫৭৫ কোটি টাকার বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে। সেই স্বত্ব পেয়েছে ডিজনি স্টার। আর ডিজিটাল স্বত্ব পেয়েছে Viacom18 । ২০ হাজার ৫০০ কোটি টাকার বিনিময়ে এই স্বত্ব পেয়েছে সংস্থা (Viacom18 invests in digital platforms of the future)। সব মিলিয়ে ৪৪ হাজার ৭৫ কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে আইপিএলের সম্প্রচার স্বত্ব। আগামী পাঁচ বছরের জন্য আইপিএলের টিভি স্বত্ব ধরে রেখেছে স্টার সংস্থাই। সেই সঙ্গে ভায়াকম ১৮ ছিনিয়ে নিয়েছে ডিজিটাল স্বত্ব। এর ফলে আইপিএল সম্প্রচার স্বত্ব আর কোনও একটা সংস্থার হাতে থাকল না।
advertisement

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের ডিজিটাল স্বত্ব থাকছে ভায়াকম ১৮-এর হাতেই ৷ যা নিঃসন্দেহেই দারুণ ব্যাপার ৷ এর পাশাপাশি প্রতিটি মরশুমে ১৮টি খেলার স্পেশ্যাল প্যাকেজের দেশের ডিজিটাল রাইটসও গেলও ভায়াকমের দখলেই ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর নীতা আম্বানি (Nita Ambani, Director, Reliance Industries Ltd) জানান, ‘‘খেলা আমাদের আনন্দ দেয় ৷ আমাদের উদ্বুদ্ধ করে, সকলকে একসঙ্গে রাখে ৷ ক্রিকেট এবং আইপিএল ভারতের সেরা খেলা ৷ সেকারণে এই খেলা এবং লিগের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে গর্বিত ৷ আমরা যাই করি না কেন, আমাদের লক্ষ্য হল আইপিএল ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়া, যেখানেই তারা থাকুন না কেন- সেটা আমাদের দেশের মধ্যেই হোক কিংবা বিদেশে ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বলা যেতে পারে ইতিহাস তৈরি হয়েছে আইপিএলের ডিজিটাল মঞ্চে। কারণ, ২৩,৭৫৮ কোটি টাকার বিপুল অঙ্কে আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনতে সফল ভায়াকম ১৮। দেশের ব্রডকাস্টিং এবং ডিজিটাল সংস্থার মধ্যে ভায়াকম অন্যতম সেরা ৷ ভায়াকম ১৮-এর  ডিজিটাল মাধ্যমও এখন যথেষ্ট শক্তিশালী ৷ এখন দেশের সবচেয়ে বড় খেলার আসর আইপিএলের ডিজিটাল স্বত্ব সংস্থার হাতে আসায় আরোই শক্তিশালী হল ভায়াকম ১৮ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viacom18: ডিজিটাল প্ল্যাটফর্মে বিরাট বিনিয়োগ ! বড় জয় ভায়াকম ১৮-এর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল