২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের ডিজিটাল স্বত্ব থাকছে ভায়াকম ১৮-এর হাতেই ৷ যা নিঃসন্দেহেই দারুণ ব্যাপার ৷ এর পাশাপাশি প্রতিটি মরশুমে ১৮টি খেলার স্পেশ্যাল প্যাকেজের দেশের ডিজিটাল রাইটসও গেলও ভায়াকমের দখলেই ৷ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর নীতা আম্বানি (Nita Ambani, Director, Reliance Industries Ltd) জানান, ‘‘খেলা আমাদের আনন্দ দেয় ৷ আমাদের উদ্বুদ্ধ করে, সকলকে একসঙ্গে রাখে ৷ ক্রিকেট এবং আইপিএল ভারতের সেরা খেলা ৷ সেকারণে এই খেলা এবং লিগের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে গর্বিত ৷ আমরা যাই করি না কেন, আমাদের লক্ষ্য হল আইপিএল ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছে দেওয়া, যেখানেই তারা থাকুন না কেন- সেটা আমাদের দেশের মধ্যেই হোক কিংবা বিদেশে ৷’’
advertisement
বলা যেতে পারে ইতিহাস তৈরি হয়েছে আইপিএলের ডিজিটাল মঞ্চে। কারণ, ২৩,৭৫৮ কোটি টাকার বিপুল অঙ্কে আইপিএলের ডিজিটাল স্বত্ব কিনতে সফল ভায়াকম ১৮। দেশের ব্রডকাস্টিং এবং ডিজিটাল সংস্থার মধ্যে ভায়াকম অন্যতম সেরা ৷ ভায়াকম ১৮-এর ডিজিটাল মাধ্যমও এখন যথেষ্ট শক্তিশালী ৷ এখন দেশের সবচেয়ে বড় খেলার আসর আইপিএলের ডিজিটাল স্বত্ব সংস্থার হাতে আসায় আরোই শক্তিশালী হল ভায়াকম ১৮ ৷