TRENDING:

IPL Most Sixes: আইপিএলের সবচেয়ে বেশি ছক্কার মালিক গেইল, এবারের মেগা টুর্নামেন্টে কি কেউ ভাঙতে পারবেন এই রেকর্ড

Last Updated:

IPL Most Sixes: মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়কত্ব না করলেও এবং তাঁদের দল হতশ্রী পারফরম্যান্স করলেও রোহিত শর্মা নিজের কাজ করেছেন এবং হিটম্যান তালিকার দু নম্বরে উঠে এসেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গেইল আইপিএল খেলেন না এটা তৃতীয় আইপিএল মরশুম। ক্যারিবিয়ান তারকার থেকে বেশি ম্যাচ খেলা ব্যাটার আছেন বেশ কয়েকজন। কিন্তু ছক্কা হাঁকানোয় গেইল নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড আরও দুই-তিন মরশুম অক্ষতই থাকার কথা। আইপিএলে-এ ১৪২ ম্যাচে গেইলের ছক্কার সংখ্যা ৩৫৭টি। ২৫৭ ম্যাচ খেলে গেইলের পরে ছক্কার দৌড়ে রয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা৷ তাঁর ছক্কার সংখ্যা ২৮০টি৷ গেইলকে ছোঁওয়ার থেকে অনেক দূরের পথ হলেও ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ ছিল রোহিত- বিরাটদের সামনে৷ এই দুইজনই সেই কাজ আইপিএল ২০২৪ এ করে ফেলেছেন৷ মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়কত্ব না করলেও এবং তাঁদের দল হতশ্রী পারফরম্যান্স করলেও রোহিত শর্মা নিজের কাজ করেছেন এবং হিটম্যান তালিকার দু নম্বরে উঠে এসেছেন৷
আইপিএলে গেইলের সবচেয়ে বেশি ছক্কা কি ভাঙতে পারবেন কেউ
আইপিএলে গেইলের সবচেয়ে বেশি ছক্কা কি ভাঙতে পারবেন কেউ
advertisement

আইপিএলে ছক্কার তালিকার তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে তার ছয়ের সংখ্যা ২৭২ টি৷ তালিকার চার নম্বরে রয়েছেন আরও এক প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ সিএসকে ও রাইজিং পুনের জার্সিতে মোট ২৬৪ ম্যাচ খেলে তাঁর মোট ছক্কার সংখ্যা ২৫২৷

আরও পড়ুন – Love Is Love: শুধু বিবাহিত মহিলার প্রেমেই নয়, তাঁর সঙ্গে ভাল থাকার জন্যে কোর্টে পর্যন্ত গিয়েছিলেন, প্রেম কাহিনি কিন্তু জবরদস্ত

advertisement

২০০৮ থেকে ২০২১ পর্যন্ত খেলা এবি ডিভিলিয়ার্সের মোট ছক্কার সংখ্যা ২৫১৷ তিনি অবশ্য আইপিএল খেলা ছেড়ে দিয়েছেন৷ আইপিএল ২০২৫ শুরু হওয়ার আগে তাঁর আইপিএল ছক্কার তালিকায় অবস্থান পাঁচ নম্বরে৷

তালিকার ৬ নম্বরে যিনি রয়েছেন তিনি ডেভিড ওয়ার্নার৷ অজি এই ধামাকা ক্রিকেটার জেড্ডায় আয়োজিত আইপিএল নিলামে দল পাননি৷ ২০২৪ পর্যন্ত দিল্লি ক্যাপিটাল্স এবং সানরাইজার্স হায়দরবাদের হয়ে খেলে ১৮৪ ম্যাচে ২৩৬ ছক্কা মেরেছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চাকরিতে গিয়ে হাত পুড়িয়ে রান্না, আপনার জন্য রইল সহজে টেস্টি পাবদা মাছ রান্নার রেসিপি
আরও দেখুন

আইপিএলে মোট ছক্কা মারার ক্ষেত্রে দল হিসেবে দেখলে ২০০৮-২০২৪ -র হিসেবে মোট ছক্কার সংখ্যা সবচেয়ে বেশি মুম্বই ইন্ডিয়ান্স এক নম্বরে রয়েছে৷ তাদের ছক্কার সংখ্যা ১৬৮১৷ ছক্কার হিসেবে দু নম্বর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- এদের ছক্কার সংখ্যা ১৬৪৯৷ কোনও দিন আইপিএল খেতাব না জিতলেও সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় তিন নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস৷ তাদের ছক্কার সংখ্যা ১৫১৩৷ তালিকার চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস- এদের ছয়ের সংখ্যা ১৫০৮৷ কলকাতা নাইট রাইডার্স তিন নম্বর বার চ্যাম্পিয়ন হলেও ছয়ের সংখ্যায় ছ নম্বরে রয়েছে৷ তাদের ছক্কার সংখ্যা ১৪৯২৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL Most Sixes: আইপিএলের সবচেয়ে বেশি ছক্কার মালিক গেইল, এবারের মেগা টুর্নামেন্টে কি কেউ ভাঙতে পারবেন এই রেকর্ড
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল