আইপিএলে ছক্কার তালিকার তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে তার ছয়ের সংখ্যা ২৭২ টি৷ তালিকার চার নম্বরে রয়েছেন আরও এক প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ সিএসকে ও রাইজিং পুনের জার্সিতে মোট ২৬৪ ম্যাচ খেলে তাঁর মোট ছক্কার সংখ্যা ২৫২৷
advertisement
২০০৮ থেকে ২০২১ পর্যন্ত খেলা এবি ডিভিলিয়ার্সের মোট ছক্কার সংখ্যা ২৫১৷ তিনি অবশ্য আইপিএল খেলা ছেড়ে দিয়েছেন৷ আইপিএল ২০২৫ শুরু হওয়ার আগে তাঁর আইপিএল ছক্কার তালিকায় অবস্থান পাঁচ নম্বরে৷
তালিকার ৬ নম্বরে যিনি রয়েছেন তিনি ডেভিড ওয়ার্নার৷ অজি এই ধামাকা ক্রিকেটার জেড্ডায় আয়োজিত আইপিএল নিলামে দল পাননি৷ ২০২৪ পর্যন্ত দিল্লি ক্যাপিটাল্স এবং সানরাইজার্স হায়দরবাদের হয়ে খেলে ১৮৪ ম্যাচে ২৩৬ ছক্কা মেরেছেন৷
আইপিএলে মোট ছক্কা মারার ক্ষেত্রে দল হিসেবে দেখলে ২০০৮-২০২৪ -র হিসেবে মোট ছক্কার সংখ্যা সবচেয়ে বেশি মুম্বই ইন্ডিয়ান্স এক নম্বরে রয়েছে৷ তাদের ছক্কার সংখ্যা ১৬৮১৷ ছক্কার হিসেবে দু নম্বর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- এদের ছক্কার সংখ্যা ১৬৪৯৷ কোনও দিন আইপিএল খেতাব না জিতলেও সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় তিন নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস৷ তাদের ছক্কার সংখ্যা ১৫১৩৷ তালিকার চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস- এদের ছয়ের সংখ্যা ১৫০৮৷ কলকাতা নাইট রাইডার্স তিন নম্বর বার চ্যাম্পিয়ন হলেও ছয়ের সংখ্যায় ছ নম্বরে রয়েছে৷ তাদের ছক্কার সংখ্যা ১৪৯২৷
