একটু মন্থর হলেও আদতে পাটা উইকেট। আর ইডেনের সেই পিচে রানের বন্যা। পিচ নিয়ে নাইট শিবিরে শেষ কয়েকদিন ধরে নাটকের অভাব ছিল না। আজ লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে উইকেট থেকে বোলাররা তেমন সাহায্য না পেলেও ব্যাটারদের ব্যাটে ছিল রানের হোলি। এমন পিচে লখনউয়ের বিরুদ্ধে দুর্দান্ত শুরুর পর যখন নাইটদের ব্যাটিং চাপে, তখন সাতে রাসেল ও আট নম্বরে রিঙ্কুকে ব্যাট করতে পাঠিয়ে দুনিয়াকে চমকে দিয়েছে কেকেআর। নিট ফল, ম্যাচও হারতে হয়েছে।
advertisement
আরও পড়ুন- সব থেকে বড় টিফো দেখল ইডেন! KKR ম্যাচে বড় চমক, মাঠে হাজির ‘মোহনবাগান’
রাতের ইডেনে সেই প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন, ‘কেকেআর টিম ম্যানেজমেন্টকে তাদের পরিকল্পনা নিয়ে আরও ভাবতে হবে। টি-২০ ক্রিকেটে দলের সেরা দুই ফিনিশারকে কি কেউ সাত-আট নম্বরে ব্যাট করতে পাঠায় নাকি।’ বুধবার চেন্নাই রওনা হয়ে যাচ্ছেন অজিঙ্ক রাহানেরা। সেখানে ১১ এপ্রিল কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ রয়েছে। তার আগে আজ ঘরের মাঠে চার রানে হার কতটা ধাক্কা হবে নাইটদের?