১৮ বছর অপেক্ষার পর এবারই প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এদিকে, ট্রফি জেতার বছরেই দলের উপার্জনে ভাঁটা! শুধু বেঙ্গালুরুই নয়, ২০২৫ অর্থবর্ষে আগের বছরের তুলনায় আয় কমেছে মুম্বই ইন্ডিয়ানস ও লখনউ সুপার জায়ান্টসের মতো দলেরও।
জানা যাচ্ছে, কম-বেশি আইপিএলের সব দলের মালিকদের মুনাফার অঙ্ক কমেছে! আর তার পর থেকেই প্রশ্ন উঠছে, তা হলে কি আইপিএলের জনপ্রিয়তার দিন শেষ! আইপিএল কি আর মানুষের পছন্দের তালিকায় নেই!
advertisement
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানসের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রিত ইন্ডিয়াউইন স্পোর্টস। ২০২৫ অর্থবর্ষে ইন্ডিয়াউইন স্পোর্টস মুনাফা করেছে ৮৪ কোটি টাকা। ২০২৪ অর্থবছরে অঙ্কটা ছিল ১০৯ কোটি টাকা। তাদের বার্ষিক আয় ৭৩৭ কোটি টাকা থেকে ৬৯৭ কোটি টাকায় নেমেছে।
আরও পড়ুন- দু’টি পজিশনের জন্য মারকাটারি লড়াই, ইন্ডিয়ার সিলেকশনের জন্য মাথার চুল ছিঁড়ছেন নির্বাচকরা
আইপিএল সাধারণত মার্চে শুরু হয়ে মে পর্যন্ত চলে। অর্থাৎ আইপিএলের একটি আসর দুটি অর্থবর্ষের মধ্যে হয়। এবারের আইপিএল যেমন ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবর্ষে হয়েছে। সেই হিসেবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি দলের আয়ও কমেছে। এবার আরসিবি আয় করেছে ৫১৪ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১৩৫ কোটি টাকা কম। লখনউ ৫৫৭
কোটি আয় করেছে এবার, আগেরবারের থেকে ৭২ কোটি টাকা কম।
উল্লেখ্য, বর্তমানে আইপিএলে খেলছে মোট ১০টি দল। তার মধ্যে লখনউ ও গুজরাত টাইটানস ২০২২ সাল থেকে খেলছে। পুরনো আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের কেন্দ্রীয় চুক্তি, স্পনসরশিপ ও টিকিটিং থেকে আয়ের ২০ শতাংশ বোর্ডকে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে দেয়।