কলকাতা নাইট রাইডার্সের অবশিষ্ট পার্স: ৭.০৫ কোটি টাকা।
মোট স্লট: ১১ জন।
বিদেশি স্লট: ৩ জন।
উইকেট কিপার: রহমানুল্লাহ গুরবাজ।
ব্যাটসম্যান: শ্রেয়াস আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিং।
অলরাউন্ডার: ভেঙ্কটেশ আইয়ার, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর।
বোলার: লকি ফার্গুসন, হর্ষিত রানা, সুনীল নারিন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।
advertisement
কলকাতা নাইট রাইডার্সের অবশিষ্ট পার্স মাত্র ৭.০৫ কোটির। অর্থাৎ টাকা বেশি নেই। কিন্তু নিলামে গুরুত্বপূর্ণ ক্রিকেটার তুলতে হবে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, নিলাম থেকে কেকেআর-এর পক্ষে বড় নাম আনা কঠিন। অবশিষ্ট পার্স কৌশলের সঙ্গে ব্যয় করতে হবে। প্রাক্তন নাইট রবিন উথাপ্পা বলছেন, তিন জন বড় খেলোয়াড় চাই কেকেআর-এর। একজন উইকেট কিপার গুরবাজের ভারতীয় ব্যাকআপ। দ্বিতীয় খেলোয়াড় হবে আন্দ্রে রাসেলের ব্যাকআপ।
আরও পড়ুন- আইপিএল ২০২৩-এর মিনি নিলাম; কবে, কখন, কোথায় হবে? কোন ক্রিকেটারের বেস প্রাইজ কত, জেনে নিন
কেন এমন বলছেন উথাপ্পা?
তাঁর মতে, টিম সাউদি এবং লকি ফার্গুসন, উভয়কেই খেলাতে চাইলে গুরবাজকে বসতে হবে। কারণ সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলকে রিজার্ভ বেঞ্চে রেখে মাঠে নামতে চাইবে না নাইটরা। উথাপ্পা আরও জানাচ্ছেন, ‘‘আইপিএল-এ প্রচুর ঘুরতে হয়। এক একটা রাজ্যে ঘাঁটি গাড়তে হয়। এই জন্য ব্যাকআপ খেলোয়াড় থাকা গুরুত্বপূর্ণ।’’
পুরনো ফরম্যাটে হবে আইপিএল। অর্থাৎ একটা বা দুটো জায়গায় সীমাবদ্ধ থাকবে না প্রতিযোগিতা। কেকেআর এমন একটা দল যারা সবচেয়ে বেশি ভ্রমণ করে। অন্য দলের থেকে অন্তত ২ থেকে ৩ হাজার কিলোমিটার বেশি।
আরও পড়ুন- কার কী দরকার? ২০২৩ আইপিএল নিলামে ১০ দলকে এই কাজগুলো করতেই হবে
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরকর বলছেন, কেকেআর-কে পেসারদের দিকে বাড়তি নজর দিতে হবে। আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুরের বিকল্প চাই। তাঁর কথায়, ‘‘কেকেআরের প্লেয়িং ইলেভেনে ভেঙ্কটেশ আইয়ার, গুরবাজ, নীতীশ রানা, শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল, ব্যাটিং ঠিক আছে। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী আছেন বোলিংয়ে। কিন্তু আরও গতি চাই। ভাল পেসার চাই। নিলামে কেকেআর নিশ্চয় এদিকে নজর দেবে।’’