২০২০ সালে মোট ৫১৬ রান করেছিলেন ঈশান। মুম্বই ইন্ডিয়ান্স দলের সর্বোচ্চ। শুরু করেছিলেন, সেই ছন্দ ধরে রাখতে পারেননি ঈশান কিষান। তার প্রতিভা এবং যোগ্যতা নিয়ে কখনই সন্দেহ ছিল না। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ছিলেন দেশের অধিনায়ক। আইপিএলে অতীতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়েও ঝাড়খণ্ডের বাহাতি ফাটাফাটি ব্যাটিং করেছিলেন। পাশাপাশি দক্ষ উইকেট রক্ষক।
advertisement
কিন্তু এবার তাকে ধরে রাখেনি মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার প্রিয় ক্রিকেটার হওয়া সত্ত্বেও রিলিজ করে দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি দলে আগেই ছিলেন ঈশান। করোনার কারণে একদিনের দলে সুযোগ পেয়েছিলেন। প্রথম ম্যাচে ২৮ রান করেন ঈশান। রোহিত শর্মার সঙ্গে ৮৪ রানের পার্টনারশিপ। কিন্তু তারপর হঠাৎ করেই বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান। দ্বিতীয় ম্যাচে বাদ পড়েন।
ঈশান নিজের সেরা ছন্দ খুঁজে পেলে, তাকে আটকানো কঠিন মনে করেন উত্তম। এমনকি এই সিরিজ শুরু হওয়ার আগে ফোনে কথা হয়েছিল ছাত্রের সঙ্গে। প্রতিবার যেমন পরামর্শ দেন, সেভাবেই ঈশানকে নিজের স্বাভাবিক ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন বাঙালি কোচ।
ঠান্ডা মাথা এবং পরিস্থিতি বিচার করে খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন উত্তম। ঈশান দলে থাকার কারণে উইকেটকিপিং এবং ওপেনিং ব্যাটসম্যান দূরে থাকল মুম্বইয়ের। রোহিত শর্মার অন্যতম প্রিয় ক্রিকেটার তিনি। তাছাড়া ভারতীয় দলের টি টোয়েন্টি বিশ্বকাপে ভীষণভাবে আছেন ঝাড়খণ্ডের এই তরুণ ক্রিকেটার।