আবু ধাবি: আইপিএলের নিলামে চমক দিতে তৈরি ১০টি দল। গতবারের চ্যাম্পিয়ন দল বিরাট কোহলির আরসিবি চাইবে তাদের বিজয়ী দল ধরে রাখতে, অন্য দিকে নীচের দিকে থাকা দলগুলো- অর্থাৎ কলকাতা, রাজস্থান, চেন্নাই চাইবে নতুন করে দল গুছিয়ে নিতে। এবারের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আবু ধাবিতে। এবারের নিলামে সবচেয়ে বেশি টাকা হাতে আছে কলকাতা নাইট রাইডার্সের কাছে- ৬৪ কোটি ৩০ লক্ষ। অন্য দিকে মাত্র ২ কোটি ৭৫ লক্ষ টাকা আছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। আজকের নিলামে অংশ নেবেন মোট ৩৫৯ জন ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন ২৪৬ জন ভারতীয় এবং ১১৩ জন বিদেশি। তবে নিলাম হওয়া ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটারকে দলে নেওয়া যাবে। যার মধ্যে ৩১ জন বিদেশি ক্রিকেটারকে সর্বোচ্চ দলে নেওয়া যাবে।
IPL Auction 2026(আইপিএল নিলাম ২০২৬) LIVE Updates:
