আবু ধাবি: আইপিএলের নিলামে চমক দিতে তৈরি ১০টি দল। গতবারের চ্যাম্পিয়ন দল বিরাট কোহলির আরসিবি চাইবে তাদের বিজয়ী দল ধরে রাখতে, অন্য দিকে নীচের দিকে থাকা দলগুলো- অর্থাৎ কলকাতা, রাজস্থান, চেন্নাই চাইবে নতুন করে দল গুছিয়ে নিতে। এবারের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আবু ধাবিতে। এবারের নিলামে সবচেয়ে বেশি টাকা হাতে ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে ছিল ৬৪ কোটি ৩০ লক্ষ। অন্য দিকে মাত্র ২ কোটি ৭৫ লক্ষ টাকা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। নিলামের প্রথম দিনের পরে দল অনেকটাই গুছিয়ে নিল কেকেআর। কেকেআরে ব্যাটার হিসাবে থাকছেন অজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, ফিন অ্যালেন, টিম সেইফার্ট, আংক্রিশ রঘুবংশী, রাহুল ত্রিপাঠী, মনীশ পান্ডে, রভম্যান পাওয়েল, তেজস্বী সিং, সার্থক রঞ্জন। বোলারদের মধ্যে রয়েছেন মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, বৈভব অরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, উমরান মালিক, বরুণ চক্রবর্তী, আকাশ দীপ, কার্তিক ত্যাগি। অলরাউন্ডার হিসাবে দলে- ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্র, অনুকুল রায়, রমনদীপ সিং, প্রশান্ত সোলাঙ্কি, দক্ষ কামরা।
IPL Auction 2026(আইপিএল নিলাম ২০২৬) LIVE Updates:
