উবের নিজেদের বাইক পরিষেবার প্রচার করছে হায়দরাবাদে। নিজেদের বিজ্ঞাপনের জন্য় আইপিএল ও আরসিবিকে বেছে নিয়েই বিতর্কে জড়িয়েছে এই সংস্থা। একটি বিজ্ঞাপন বানিয়েছে উবের। সেখানে দেখা গিয়েছে, আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচের আগে চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢুকে পড়েছেন ট্রেভিস হেড। স্টেডিয়ামে বেঙ্গালুরুর জায়গায় লেখা ‘রয়্যালি চ্যালেঞ্জড’।
এখানেই শেষ নয়। স্টেডিয়ামে ট্রেভিস হেডকে দেখে ফেলেন আরসিবির এক নিরাপত্তারক্ষী। হায়দরাবাদ তারকাকে ধরার চেষ্টা করেন। আর ট্রেভিস হেড দ্রুত গতিতে উবের বাইকে করে জায়গা ছেড়ে পালিয়ে যান। আর নিরাপত্তারক্ষী চেষ্টা করেও ট্রেভিস হেডকে ধরতে পারেননি। উবের বাইক কতটা দ্রুত এটা বোঝাতেই এই বিজ্ঞাপন বানানো হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ Lionel Messi: ২০২৬ বিশ্বকাপে কি তিনি খেলবেন? উত্তর জানিয়ে দিলেন লিওনেল মেসি
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ বিষয়টি ভালভাবে মোটেও নেয়নি। মানহানির অভিযোগ করেছে আরাসিবি। দিল্লি হাইকোর্টের বিচারপতি আরসিবির অভিযোগের সারবত্তা রয়েছে বলে মেনে নিয়েছে। বিজ্ঞাপন এখনও বন্ধ না হলেও, বিজ্ঞাপনের কিছু অং পরিবর্তন করা উচিত বলে মনে করেন বিচারপিতি। যজিও মামলার কোনও রায় এখনও দেয়নি আদালত।