TRENDING:

IPL 2025: ছেড়ে দেওয়া হল ঋষভ পন্থকে! বাংলার এই ক্রিকেটারকে রেখে দিল দিল্লি

Last Updated:

IPL 2025: দিল্লির কর্তারা পন্থের অধিনায়কত্বে খুশি ছিলেন না। এবার তারা কোনওভাবেই পন্থকে অধিনাযকত্বের পদে দেখতে চাননি। জল ঘোলা হয় তখন থেকেই। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছেড়ে দেওয়া হল ঋষভ পন্থকে! বাংলার অভিষেক পোড়েলকে রেখে দিল দিল্লি
ছেড়ে দেওয়া হল ঋষভ পন্থকে! বাংলার অভিষেক পোড়েলকে রেখে দিল দিল্লি
advertisement

কোন দল কোন ক্রিকেটারদের রিটেন করছে, সেটা এবার প্রকাশ্যে৷ পন্থের মতাে উইকেটকিপারকে না রাখার অর্থ একটাই, ২০২৫ আইপিএল মেগা নিলামে তাঁকে নিয়ে প্রবল লড়াই চলবে দলগুলির মধ্যে৷

আরও পড়ুন: রোহিত শর্মা আইপিএলে কোন দলে? মুম্বই জমা দিল রিটেনশন লিস্ট, কেকেআরে আসছেন?

সূত্রের খবর,  ডিসির মালিকানা দলের সঙ্গে পন্থের আলোচনা কয়েক মাস ধরে চলার পরও সফল হয়নি। তবে, ফ্র্যাঞ্চাইজিটি চারজন খেলোয়াড়কে রিটেন করেছে৷ তাঁরা হলেন স্পিন জুটি অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব, দক্ষিণ আফ্রিকার ব্যাটার ট্রিস্টান স্টাবস এবং অপরিচিত ভারতীয় উইকেটকিপার ব্যাটার অভিষেক পোড়েল।

advertisement

ডিসির হাতে নিলামে দুটি  রাইট টু ম্যাচ (RTM) কার্ডের অপশন থাকবে এবং তারা নিশ্চিতভাবেই পন্থকে পুনরায় কিনতে চেষ্টা করবে। পন্থ ২০১৬ সালে ডিসিতে যোগ দেন এবং ২০২২ সালে অধিনায়কত্ব গ্রহণ করেন। যদি ডিসি তাকে নিলামে ফিরে না পায়, তবে তাদের নতুন অধিনায়ক বেছে নিতে হবে। তিনজন ক্যাপড এবং একজন আনক্যাপড রিটেনশনের কারণে ডিসির বাজেট অন্তত ৪৭ কোটি টাকা (১৮+১৪+১১+৪) কমে যাবে এবং তাদের কাছে নিলামে দল গঠন করার জন্য ৭৩ কোটি টাকা থাকবে।

advertisement

আরও পড়ুন: বাদ শ্রেয়স-রাসেল-স্টার্ক! কেকেআরের রিটেনশন তালিকা চমকে দেবে! দেখে নিন

অক্ষর প্যাটেল ২০১৯ থেকে ডিসির সঙ্গে যুক্ত৷ কুলদীপ সেখানে ২০২২ থেকে রয়েছেন (কেকেআরের সঙ্গে পাঁচটি মরশুম কাটানোর পর) এবং পোরেল ২০২৩ থেকে। পন্থ, কুলদীপ, অক্ষর এবং পোরেলকে গত নিলামের আগে ডিসি রিটেন করেছিল, যেখানে ফ্র্যাঞ্চাইজিটি স্টাবসকে ৫০ লাখ টাকায় কিনেছিল।

advertisement

পন্থের ভবিষ্যৎ নিয়ে ঘটনার মোড় নাটকীয় ছিল। আশা করা হচ্ছিল, দিল্লি হয়তো তাঁকে রিটেইন করে দেবে। কিন্তু হল ঠিক উল্টোটা৷ কী কারণে, পন্থকে রাখা থেকে পিছিয়ে আসল দিল্লি কর্তারা? জানা গিয়েছে, দিল্লির কর্তারা পন্থের অধিনায়কত্বে খুশি ছিলেন না। এবার তারা কোনওভাবেই পন্থকে অধিনাযকত্বের পদে দেখতে চাননি। জল ঘোলা হয় তখন থেকেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একসঙ্গে সাত কালীর পুজো! বিসর্জনের আগে 'সাত বোনের' মুখ দেখাদেখি
আরও দেখুন

ডিসির সহ-মালিক এবং জেএসডব্লিউ স্পোর্টসের পার্থ জিন্দাল ব্যক্তিগতভাবে পন্থের সঙ্গে দেখা করেন। পন্থ তার ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কিছু পরামর্শ দেন। তবে, শেষ পর্যন্ত খেলোয়াড় ও মালিকানা দলের মধ্যে কোনও সমঝোতা হয়নি।

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2025: ছেড়ে দেওয়া হল ঋষভ পন্থকে! বাংলার এই ক্রিকেটারকে রেখে দিল দিল্লি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল