নভজ্যোত সিং সিধুর জন্ম ২০ অক্টোবর ১৯৬৩ সালে পাঞ্জাবের পাতিয়ালা শহরে । তাঁর পিতা সরদার ভগবন্ত সিং-ও একজন দক্ষ ক্রিকেটার ছিলেন এবং সেখান থেকেই সিধু ক্রিকেটের প্রতি অনুপ্রেরণা পান। সিধু পাতিয়ালার যাদবেন্দ্র পাবলিক স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের মহিন্দ্রা কলেজ থেকে স্নাতক হন। এছাড়াও তিনি মুম্বইয়ের এইচআর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনোমিক্স থেকেও পড়াশোনা করেছেন।
advertisement
India.com-এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের পেনশন দেয়। এই সূত্রে, সিধু প্রতি মাসে ৭০,০০০ টাকা পেনশন পান। এছাড়াও তাঁর আয়ের একাধিক উৎস রয়েছে। আইপিএলের ম্যাচগুলিতে ধারাভাষ্য দেওয়ার জন্যও তিনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন। নবজ্যোত সিং সিধুর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা।
আরও পড়ুনঃ Abhishek Sharma: বিধ্বংসী ইনিংসে ৫টি বড় রেকর্ড গড়লেন অভিষেক শর্মা! যা নেই রোহিত-বিরাটদের
প্রসঙ্গত, নভজ্যোত সিং সিধু ১৯৮১ সালে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে তাঁর কেরিয়ার শুরু করেন। এরপর ১৯৮৩ সালে ভারতীয় জাতীয় দলে খেলার সুযোগ পান। তিনি অধিকাংশ সময় ওপেনার হিসেবে দলে খেলেছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং ২০০৪ সালে অমৃতসর সাংসদ নির্বাচিত হন। তাঁর স্ত্রীর নাম নভজ্যোত কৌর সিধু এবং তাঁদের দুই সন্তান রাবিয়া সিধু ও পুত্র করণ সিধু।