ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। ওপেনিং জুটিতে ঝোড়ো ৪৫ রানের পার্টনারশিপ করেন রায়ান রিকল টন ও রোহিত শর্মা। কিন্তু দুজনেই বড় স্কোর করতে ব্যর্থ হন। রিকলটন ২৭ ও রোহিত ২৪ রান করে আউট হন। এরপর নিয়মিত ব্যবধানে একধার থেকে উইকেট পড়লেও সুর্যকুমার যাদব কার্যত একার হাতে টানেন মুম্বই ইন্ডিয়ান্সকে।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: ইংল্যান্ড সফরে কেমন হবে ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার? জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার তারকা!
একদিক থেকে সূর্যকুমার যাদব দলকে টানলেও তার সঙ্গে কেউ বড় পার্টনারশিপ গড়তে পারেননি। তবে দল গত প্রয়াসে শেষ পর্যন্ত লড়াই করার মত টোটালে পৌছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। উইল জ্যাকস ১৭, হার্দিক পান্ডিয়া ২৬, নমন ধীর শেষে ঝোড়ো ২০ রানের ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।