টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। এদিন ওপেনি জুটিতে ঝোড়ো শুরু করলেও বড় রান পাননি রোহিত শর্না। হিটম্যন ১২ রান করে আউট হলেও মারকাটারি ব্যাটিং চালিয়ে যান রায়ান রিকেলটন। তাকে সঙ্গ দেন উইল জ্যাকস। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ করেন। মারকাটারি ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করেন রিকেলটন। ৩২ বলে ৫৮ রান করে আউট হন তিনি।
advertisement
এরপর উইল জ্যাকস ২৯ রান করে আউট হন। মাঝে একটা সময় দলকে কার্যত একার হাতে টানেন সূর্যকুমার যাদব। একদিক থেকে তিলক বর্মা ৬, হার্দিক পান্ডিয়া ৫ রান করে আউট হলেও নিজেক ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান সূর্যকুমার যাদব। বেশ কিছু চোখ ধাঁধানো শটও খেলেন তিনি। হাফ সেঞ্চুরি পূরণ করেন স্কাই। ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলার পর আউট হন সূর্যকুমার যাদব।
আরও পড়ুন: IPL 2025: ৫০ কোটির বেশি টাকা নিয়ে খেলছেন আইপিএলে! কিন্তু কাজের বেলায় এরা অষ্টরম্ভা! হতাশ দল ও ফ্যান!
শেষের দিকে স্লগ ওভারে ছোট হলেও কার্যকরী ইনিংস খেলেন নমন ধীর ও করবিন বশ। ঝোড়ো ব্যাটিং করে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২০০ পার নিয়ে যান দুজনের। ১০ বলে ২০ রান করেন আউট হন বশ। ১১ বলে ২৫ রান ককে অপরাজিত থাকেন নমন ধীর। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রানের বড় স্কোর করে মুম্বই ইন্ডিয়ান্স। এলএসজির টার্গেট ২১৬।