জেড্ডা: IPL 2025 মেগা অকশনের দ্বিতীয় দিন, জেড্ডায় সব ফ্রাঞ্চাইজিরা বাকি স্লটের জন্য প্রয়োজনীয় প্লেয়ার তুলে নিয়ে একেবারে রেডি হয়ে গেল আইপিএল ২০২৫-র জন্য৷
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা এবারের আইপিএলের তৃতীয় দামিতম প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ারকে কিনে নিল ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায়৷ এদিন উমরান মালিক, অস্ট্রেলিয়ান স্পেনসার জনসনকে তুলে নিয়ে দলকে বেশ শক্তিশালী করে ফেলল৷
দেখে নিন KKR-র পুরো লিস্ট ২ দিনের নিলামের শেষে
ভেঙ্কটেশ আইয়ার -(Venkatesh Iyer -23.75 crore), কুইন্টন ডি কক – (Quinton de Kock ( 3.60 crore), রহমানুল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz ( 2 crore), অনরিক্স নখিয়া-(Anrich Nortje ( 6.50 crore)), অংক্রিশ রঘুবংশী- (Angkrish Raghuvanshi (3 crore), বৈভব অরোরা- (Vaibhav Arora ( 1.80 crore)), ময়ঙ্ক মারকান্দে – (Mayank Markande ( 30 lakh) , রভমান পাওয়েল -(Rovman Powell (1.50 crore)), মণীশ পান্ডে -(Manish Pandey ( 75 lakh)), স্পেনসার জনসন – (Spencer Johnson ( 2.80 crore), লুভনিথ শিশোদিয়া- (Luvnith Sisodia ( 30 lakh)), অজিঙ্ক রাহানে -(Ajinkya Rahane ( 1.50 crore)), অনুকূল রয় -( Anukul Roy (40 lakh)), মইন আলি – (Moeen Ali (2 crore)), উমরান মালিক (( Umran Malik 75 lakh))৷
আইপিএলের প্রথম দিনে মোট ১২টি সেটের নিলাম হয়েছিল। ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হলেন পন্থ। নিলাম থেকে প্রথম দিনে মোট ৬ জন ক্রিকেটারকে কিনেছে কেকেআর। ২৩.৭৫ কোটি সর্বোচ্চ দর পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। এছাড়া কেকেআর দলে নিয়ে অনরিখ নখিয়া, কুইন্টন ডিকক, বৈভব অরোরা, অংক্রিশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজকে নিয়েছে নাইটরা।