প্রাথমিকভাবে মনে করা হয়েছিল লড়াইটা হবে কুইন্টন ডিকক ও রহমানউল্লাহ গুরবাজের মধ্যে। সেই লড়াইতে এগিয়ে ছিলেন প্রোটিয়া তারকাই। কিন্তু শেষ মুহূর্তে সব হিসেব ঘেটে দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের ২৫ বছর বয়সি লুবনিথ সিসোদিয়া। তিনিও একজন উইকেটকিপার-ব্যাটার। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ধ্বংসাত্মক ইনিংস খেলে ও উইকেটের পিছনে দুরন্ত কিপিং করে সকলের নজর কেড়েছেন তিনি।
advertisement
একটি কর্পোরেট ক্রিকেট ম্যাচে ১২৯ বলে ৩১২ রানের ইনিংস খেলে নজরে আসেন লুবনিথ সিসোদিয়া। একাই মারেন ২৬টি ছয় ও ২৬টি চার। সেই সুবাদে ২০২২ সালে আরসিবি তাঁকে দলে নিলেও খেলার সুযোগ পাননি। এবার মেগা নিলাম থেতে তরুণ ক্রিকেটারকে দলে নিয়েছেন কেকেআর। তার বড় শট খেলার দক্ষতার কারণে তিনি একাদশে সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলা প্রায় ১১ কোটির প্লেয়ার যোগ দিচ্ছে এলএসজিতে! আইপিএল শুরুর আগে জোর জল্পনা
প্রস্তুতি ম্যাচে অবলীলায় কেকেআরের তারকা বোলারদের বল মাঠের বাইরে ফেলেছেন তিনি। লুবনিথ সিসোদিয়া ওপেনিং করে থাকেন। অনুশীলন ম্যাচে তার ব্যাটিং ও কিপিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফলে ডিকক ও গুরবাজদের সঙ্গে লড়াইতে ঢুকে গিয়েছেন তিনি। প্রথম একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন তরুণ বাঁ হাতি ব্যাটার।