এতদুর পড়ে আপনার মনে হতেই পারে হঠাৎ কেন সৌরভদের মুখ ঢাকা পড়ল! কি ঘটল হঠাৎ? প্রশ্নের উত্তর, হঠাৎ নয়, প্রত্যেক বছর আইপিএল আসলেই ক্রিকেট তারকাদের ছবি বিজ্ঞাপনে ঢাকা পড়ে। আর সিএবি কর্তাদের উদাসীনতার ছবি স্পষ্ট হয়। আসলে ক্রিকেটের নন্দনকানন ইডেনের ক্লাব-হাউজের বাইরে টাঙানো রয়েছে ক্রিকেটের এবং ক্রিকেটারদের বিভিন্ন সাফল্যের মুহূর্তের ছবি। যেগুলো কৃতিত্ব ইডেনের মাঠে কিংবা বিশ্ব ক্রিকেটের দরবারে।
advertisement
সাধারণ দিনে ইডেনের সামনে গিয়ে তাকালেই দেখতে পাবেন, সৌরভের সেঞ্চুরি করার মুহূর্তের ছবি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের মুহূর্তে দ্রাবিড় লক্ষ্মণের ছবি, ৮৩ বিশ্বকাপ জয়ের মুহুর্তে কপিল দেবের ছবি, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ধোনিদের সেলিব্রেশনের ছবি থেকে পঙ্কজ রায় বিরাট ঝুলনদের ছবিগুলি জ্বলজ্বল করছে। কিন্তু আইপিএল আসলে সব উধাও। কেকেআরের ক্রিকেটারদের বিজ্ঞাপনের পোস্টার ঝুলিয়ে দেওয়া হয় ক্লাব হাউসের দেয়াল জুড়ে। যার ফলে সৌরভ সচিনরা ঢাকা পড়েন বিজ্ঞাপনের চাদরে।
এবার আপনার মনে হবে সিএবি কর্তারা কেন এটা করতে দেন? এ প্রশ্নের উত্তর হল টাকা। আইপিএলের জন্য ইডেনকে ভাড়া দেন সিএবি কর্তৃপক্ষ কেকেআরের কাছে। প্রত্যেক ম্যাচের জন্য ১ কোটি টাকা পায় সিএবি। তাই মুখে কুলুপ কর্তাদের। অনেক কর্তা বলেন, “আইপিএল আসলে ইডেন বিয়ে বাড়ি হয়ে যায়। আমরা তো ইডেন ভাড়া দিয়ে টাকা পাই তাই আমাদের কিছু বলার নেই।” কিন্তু প্রশ্ন হচ্ছে, ইডেন ভাড়া দেওয়া হয় বলেই কি কিছু বলার নেই সত্যি? কিছুই কি করা যায় না? কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কোন বিকল্প ব্যবস্থা কি করা সম্ভব নয়? উত্তর নেই সিএবির কাছে। তবে এবারও ইডেনের ক্লাব হাউসে ঝোলানো হয়েছে টিম কেকেআররের ছবি। আর ঢাকা পড়েছেন সৌরভ-সচিনরা।