সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন যুজবেন্দ্র চাহল। সেখানে উপস্থিত ছিলেন দেশের তারকা মহিলা কুস্তিগির সঙ্গীতা ফোগট। চাহল ও সঙ্গীতার আড্ডা দেওয়ার সময়ই ঘটে সেই ঘটনা। আকস্মিক চাহলকে ঘাড়ে তুলে নেন সঙ্গীতা। তারপর কয়েক পাক বন-বন করে ঘোড়াতে থাকেন। যা দেখে চাহল তো বটেই, অন্যান্য অতিথিদের হেসে পেটে খিল ধরে যায়।
advertisement
তবে সঙ্গীতা চাহলকে কয়েক পাক ঘোড়ানোর পর তারকা ক্রিকেটারের মাথা চক্কর খেতে শুরু করে। সেই সময় চাহল সঙ্গীতাকে অনুরোধ করে নামিয়ে দেওয়া র জন্য। কিন্তু যেইভাবে চাহলকে কাঁধে তুলে ঘুড়িয়েছেন সঙ্গীতা তা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় দল থেকে দূরে থাকলেও আসন্ন আইপিএলের জন্য নিজেকে তৈরি করছেন চাহল। রাজস্থান রয়্যালস দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। আর জাতীয় দলের ফেরার জন্য আইপিএল-ই চাহলের কাছে নিজেকে প্রমাণ করার মঞ্চ। টি-২০ বিশ্বকাপের আগে আইপিএলে নিজের সেরাটা দিয়ে ভারতীয় দলের কামব্যাক করার বার্তা দিতে তৈরি হচ্ছেন চাহল।