আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের বিরুদ্ধে একতরফা ম্যাচে লজ্জার হারের সম্মুখীন হতে হয় সানরাইজার্স হায়দরাবাদ। ট্রেভিস হেড, অভিষেক শর্মা, হেনরিক ক্লাসেন সমৃদ্ধ বিধ্বংসী ব্যাটিং লাইনকেও যে ল্যাজে-গোবরে করা যায় তা প্রমাণ করে দিয়েছেন মিচেল স্টার্স, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনরা। ব্যাটিংয়ের পাশাপাশি হায়দরাবাদের বোলিং নিয়েও ছেলেখেলা করেছিল কেকেআর। ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারের ব্যাটিং-বোলিং দুই বিভাগেরই ফর্মে ফেরার চ্য়ালেঞ্জ রয়েছে অরেঞ্জ আর্মির সামনে।
advertisement
অপরদিকে, যে গতিতে আইপিএল শুরু করেছিল রাজস্থান রয়্যালস শেষ ল্য়াপে এসে মুখ থুবড়ে পড়ে সঞ্জু স্যামসনের দল। টানা চার ম্যাচে হার, লিগের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় অস্বস্তিতে কাটছিল রাজস্থান রয়্যালসের। তবে আরসিবির বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে জয়ে ফেরে রাজস্থান। আরসিবির বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের ফর্মে ফেরা বাড়তি প্রাপ্তি রয়্যালসদের কাছে। চিপকের স্পিন সহায়ক উইকেটে অশ্বিন-চাহলের ঘূর্ণির জালে প্রতিপক্ষকে ফাঁসানোই লক্ষ্য রাজস্থানের। তবে বিগত শেষ কিছু ম্যাচে ব্যাটিং লাইনের ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে সঞ্জুদের।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে ‘ফিরলেন’ তারকা বিদেশি! মানেননি কোনও প্রতিকুলতা, লক্ষ্য আইপিএল জয়
এক ঝলকে দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ট্রেভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, নীতিশ রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটকিপার), আবদুল সামাদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, বিজয়কান্ত বিয়াসকান্ত, টি নটরাজন। ইমপ্যাক্ট প্লেয়ার: এডেন মার্করাম।
এক ঝলকে দেখে নিন রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, টম ক্যাডমোর, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, রঙম্যান পাওয়েল,রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আবেশ খান, যুজবেন্দ্র চাহল।