ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কেকেআর। প্রথম ২ ওভার একটু শান্ত থাকলেও তৃতীয় ওভার থেকে মারকাটারি ব্যাটিং শুরু করেন কেকেআরের দুই ওপেনার সুনীল নারিন ও ফিল সল্ট। চতুর্থ ওভারেই ৫০ রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন দুজন। ৬০ রানে প্রথম উইকেট পড়ে কেকেআরের। ১৮ রান করে আউট হন ফিল সল্ট।
advertisement
উইকেট পড়লেও দিল্লির বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন সুনীল নারিন। আরসিবির ম্যাচের ফর্ম ধরে রাখেন দিল্লির বিরুদ্ধেও। বিধ্বংসী ইনিংস খেলে পূরণ করেন নিজের হাফ সেঞ্চুরি। অপরিদিকে, নারিনকে যোগ্য সঙ্গ দেন ২০২২ অনূর্ধ্বং ১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় তরুণ আংক্রিশ রঘুবংশী। আইপিএল অভিষেকেই দুরন্ত ব্যাটিং করেন অংক্রিশ রঘুবংশী।
নারিন ও রঘুবংশী জুটি একের পর এক আক্রমণাত্মক শট খেলে ১১ ওভারেই দলের স্কোর ১৫০ পার করে দেন। শতরানের পার্টনারশিপও পূরণ করেন দুজনে। আইপিল অভিষেক অর্ধশতরান করে নজর কাড়েন আংক্রিশ রঘুবংশী। ১৬৪ রানে দ্বিতীয় উইকেটে পড়ে কেকেআরের। ৩৯ বলে ৮৫ রান করে আউট হন নারিন। যা তার আইপিএল কেরিয়ারে সর্বোচ্চ রান। জুটি ভাঙার পর বেশি সময় ক্রিজে থাকেননি রঘুবংশীও। ২৭ বলে ৫৪ করে দলের ১৭৬ রানে আউট হন তিনি।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে খেলছেন বলিউড হিরো গোবিন্দার জামাই! বলুন তো কে সেই তারকা
এরপরের বাকি দায়িত্বটা নিয়ে নেন আন্দ্রে রাসেল। ক্রিজে এসেই একের পর এক বড় হিট করতে থাকেন ক্যারিবিয়ান তারকা। আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে ১১ বলে ১১ কর আউট হন শ্রেয়স আইয়ার। এরপর রিঙ্কু সিং এসে খেলেন ৮ বলে ২৬র রানের ঝোড়ো ইনিংস। এক ওভারে ৩টি ছয় মারেন নকিয়াকে। রাসেল আউট ১৯ বলে ৪১ রান করে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান করে কেকেআর।