ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে শুরুটা ভাল হয়নি চেন্নাই সুপার কিংসের। অনবদ্য ব্যাটিং করেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন তিনি। শিবম দুবে ও ঋতুরাজ এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড। মারকাটারি ব্যাটিং করেন দুজনে। মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন ঋতুরাজ গায়কোয়ার। এই মরশুমের এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। স্লগ ওভারে আরও আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই তারকা।
advertisement
শতরানের পার্টনারশিপও পূরণ করেন ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। শেষ কয়েক ওভারে চিপকে ঝড় তোলেন দুজনে। ২২ বলে নিজের অর্ধশতরান করেন দুবে। দুই তারকার ব্যাটে ভর করেই দুশো পার করে চেন্নাই। ২৭ বলে ৬৬ করে শেষ ওভারে রান আউট হন দুবে। এক বল ব্যাট করে চার মারেন এমএস ধোনি। ৬০ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়।
রান তাড়া করতে নেমে কুইন্টন ডিকক ও কেএল রাহুল এদিন রান পাননি। কিন্তু এদিন কার্যত একার হাতে দলকে টানেন মার্কাস স্টয়নিস। এখনও পর্যন্ত মরশুম খুব একটা ভাল না গেলেও সিএসেকের বিরুদ্ধে রানে ফেরেন অজি তারকা। মারকাটারি ব্যাটিং করে চেন্নাই বোলিংকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেন স্টয়নিস। মাঝে নিকোলাস পুরানের ৩৪ রান ছাড়া কেউ সেভাবে সঙ্গ দিতে পারেননি স্টয়নিসকে।
নিকোলাস পুরান ও মার্কাস স্টয়নিসের ৭০ রানের পার্টনারশিপে ম্যাচে ফেরে লখনউ সুপার জায়ান্টস। পুরান ফিরলেও নিজের ইনিংস জারি রাখেন স্টয়নিস। ৫৬ বলে নিজের শতরান পূরণ করেন তিনি। একটা সময় ওভার পিছু লখনউয়ের দরকার ছিল ১৬ রান। কিন্তু স্টয়নিসের ব্যাটিং তাণ্ডব এদিন অনায়াসেই ৩ বল বাকি থাকতে এলএসজিকে জয়ের লক্ষ্যে পৌছে দেয়। ৬৩ বলে ১২৪ রান করে অপরাজিত থাকেন স্টয়নিস।