টস হেরে ব্যাট করতে নেমে ফের দলকে দুরন্ত শুরু দেন আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। শুরুতে একটু ঠান্ডা মাথায় খেলে সেট হয়ে যেতেই রানের গতিবেগ বাড়ায় দুই তারকা ব্যাটার। এই ম্যাচে অধিনায়কত্বের দায়িত্ব পেলেও কোনও চাপে দেখা যায় কোহলিকে। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন ডুপ্লেসি ও বিরাট। শতরানের পার্টনারশিপ করার পাশাপাশি নিজেদের অর্ধশতরানও পূরণ করেন ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। অবশেষে ১৭ তম ওভারে প্রথম বলে দলের ১৩৭ রানের প্রথম উইকেট পড়ে আরসিবির। ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলে হরপ্রীত ব্রারের বলে আউট হন বিরাট কোহলি।
advertisement
প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় উইকেটের জন্য বেশি প্রতীক্ষা করতে হয়নি পঞ্জাব কিংসকে। কোহলি আউট হওয়ার পর ক্রিজে এসে খাতা না খুলেই হরপ্রীত ব্রারের দ্বিতীয় শিকার হন গ্লেন ম্যাক্সওয়েল। আরসিবির তৃতীয় উইকেট পড়ে ১৫১ রানে। ৫৬ বলে ৮৪ রান করে ন্যাথান এলিসের বলে আউট হন ফাফ ডুপ্লেসি। পরপর উইকেট হারিয়ে ওভার পিছু রান রেট অনেকটাই কমে আরসিবির। ১৬৩ রানে চতুর্থ উইকেট পড়ে। ৭ রান করে আউট হন দীনেশ কার্তিক। শেষ পর্যন্ত ১৭৪ রানে থামে আরসিবির ইনিংস। ৭ রানে ও ৫ রানে অপরাজিত থাকেন মাহিপাল লোমরর ও শাহবাজ আহমেদ। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন হরপ্রীত ব্রার। ১টি করে উইকেট নেন অর্শদীপ সিং ও ন্যাথান এলিস।