টস জিতে লখনউয়ের ধীর গতির উইকেটে একটু ধীরেই শুরু করেন আরসিবির দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি। ঠান্ডা মাথায় দলে ইনিংস তৈরি করেন দুজনে। কারণ লখনউয়ের এই স্লো উইকেটে এখনও পর্যন্ত হাই স্কোরিং গেম হয়নি। ডুপ্লেসি ও কোহলি মিলে অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন। ৬২ রানে প্রথম উইকেট পড়ে। ৩১ রান করে আউট হন কোহলি। প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় ও তৃতীয় উইেটের জন্য বেশি প্রতীক্ষা করতে হয়নি। দলের ৭৫ রানে আউট হন অনুজ রাওয়াত (৯) ও ৮০ রানের মাথায় গ্লেন ম্যাক্সেওয়েল (৪)। রান পাননি সূয়াশ প্রভুদেশাইও (৬)। ৯০ রানে চতুর্থ উইকেট পড়ে আরসিবির।
advertisement
আরও পড়ুনঃ IPL 2023: যুবরাজ-পাঠানদের খিদে মেটাতে কী হাল হয়েছিল প্রীতি জিন্টার, ১৪ বছর পর 'রহস্য ফাঁস'
নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপ বাড়লেও একদিক থেকে দলকে টেনে নিয়ে যান ডু্প্লেিস। তাকে কিছুটা সঙ্গ দেন দীনেশ কার্তিক। স্লগ ওভারে বিগ হিট করতে গিয়ে স্লো টার্নারে স্পিনারের শিকার হন ডুুপ্লেসিও। ৪৪ রান করেন আরসিবি অধিনায়ক। দলের ১০৯ রানে ফেরেন ডুপ্লেসি। মাহিপাল লোমরর আউট হন ৩ রান করে। ১১৪ রানে পড়ে ষষ্ঠ উইকেট। এরপর ১৬ রান করে রান আউট হন দীনেশ কার্তিক। স্লগ ওভারে একেবারেই রান করতে পারেনি আরসিবি। করণ শর্মা ২ ও মহম্মদ সিরাজ খাতা না খুলেই সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ১২৬ রান করে আরসিবি।