তবে ভয়ের কোনও কারণ নেই। পুরো কাণ্ডটাই মজার ছলে। যে ভিডিওটি ভাইরাল হয়েছে সম্পূর্ণ মজার ছেলে। যুজবেন্দ্র চাহলের আইপিএল দল রাজস্থান রয়্যালসের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ফুল হাতে দাঁড়িয়ে রয়েছেন চাহল। সঙ্গে রয়েছেন জস বাটলার। কোলে রয়েছে বাটলারের মেয়ে। সেখানেই দেখা যায় বাটলারকে মজার ছলে প্রপোজ করছেন চাহল। বলেন, ‘‘জস ভাই, তোমাকে ভালবাসি। গত বছর যখন তোমার সঙ্গে দেখা হয়েছিল তখন থেকেই তোমার জন্য আমার মন কেমন করে। রোজ রাতে তোমাকে স্বপ্নে দেখি। তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে?’’ সেই সময় আশেপাশে উপস্থিত প্লেয়ারদেরও হাসতে দেখা যায়।
advertisement
আরও পড়ুনঃ IPL 2023: কোন দল হবে আইপিএল ২০২৩ চ্যাম্পিয়ন, এনার ভবিষ্যদ্বাণী শুনলে চমকে যাবেন
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চাহল ও বাটলরের মজার ভিডিও নেট দুনিয়ায় হাসির রোল তুলেছে। ভিডিওটিতে পরেছে অসংখ্য লাইক ও কমেন্ট। রাজস্থান রয়্যালসে জস বাটলার ও যুজবেন্দ্র চাহলের সম্পর্কে খুবই ভালো। দুজনকে গত মরসুমেও নানা মজা করতে দেখা গিয়েছে। শুধু বাটলার নয়, স্ত্রী ধনশ্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নানা মজাদার ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।