তবে ঘরের মাঠে কেকেআরের প্রথম একাদশ কী হবে তা নিয়ে কৌতুহল রয়েছে ক্রিকেট ফ্যানেদের মধ্যে। এখনও পর্যন্ত যা খবর কেকেআরের হয়ে ইনিংসের শুরু করবেন রহমানউল্লাহ গুরবাজ ও এন জগদীশান। লিটন দাস, জেসন রয় থাকলেও গুরবাজ রানের মধ্যে থাকায় তার খেলাটা নিশ্চিৎ। এছাড়া দলের মিডল অর্ডারে ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা ও রিঙ্কু সিংয়ের জায়গা নিয়ে কোনও সংশয় নেই। এরপর আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা এই সিজনে এখনও রান না পেলেও আজ ইডেনে রাসেলের মাসেল পাওয়ার দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা। রাসেল দল থেকে বাদ পড়বেন কিনা তা নিয়ে একটা জল্পনা থাকলেও, খেলার সম্ভাবনাই বেশি।
advertisement
এরপর নাইটদের একাদশে বোলিং অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুর ও সুনীল নারিনকে দেখা যাবে। ইডেনেই আরসিবির বিরুদ্ধে স্বপ্নের ইনিংস খেলেছিলেন শার্দুল। আর ঘরের মাঠে নারিনের স্পিন বড় ভরসা কেকেআরের। এছাড়া স্পিন অ্যাটাকে থাকছেন বরুণ চক্রবর্তী। এবার ছন্দে রয়েছে এই মিস্ট্রি স্পিনারও। আর পেস অ্যাটাকে শার্দুল ছাড়াও থাকছেন লকি ফার্গুসন ও উমেশ যাদব। ইমপ্যাক্ট প্লেয়ারের হিসেবে খেলার সম্ভাবনা বেশি সুযশ শর্মা।
কেকেআর সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নারায়ণ জগদীশান, ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, লকি ফার্গুসন, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট প্লেয়ার: সুযশ শর্মা।
আরও পড়ুনঃ IPL Cheerleaders: রূপের আগুনে হবেন পুড়ে ছারখার, আইপিএল চিয়ারলিডারদের ১০টি সেরা ছবি ও অজানা তথ্য
আরও পড়ুনঃ খেলার সময় ক্রিকেটাররা কেন চুইংগাম চেবান, শুধুই স্টাইল নয়, রয়েছে অনেক কারণ
অপরদিকে, প্রথম দুটি ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ে ফিরেছে সানরাইজার্স হায়দরাবাদও। প্রতিযোগিতার প্রথম জয়ের পর এবার জয়ের রাস্তাতেই দলকে রাখতে মরিয়ে অরেঞ্জ আর্মির প্রোটিয়া অধিনায়ক এডেন মার্করাম। রাহুল ত্রিপাঠী ও মার্করাম নিজে রানের মধ্যে থাকলেও মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুকদের ফর্ম কিছুটা চিন্তায় রেখেছে। তবে মার্কো জানসেন, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার সমৃদ্ধ বোলিং নিয়ে কেকেআরের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত সানরাইজার্স।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, মার্কো জানসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কান্ডে, উমরান মালিক, টি নটরাজন। ইমপ্যাক্ট প্লেয়ার: ফইজল ফারুকি, যশ ঠাকুর।