TRENDING:

KKR vs RR: নীতিশ রানা কেন প্রথম ওভার করলেন, তার জন্যই কী হারল কেকেআর, জানা গেল আসল কারণ

Last Updated:

KKR vs RR: প্রথমে যুজবেন্দ্র চাহলের স্পিনের ভেলকি তারপর যশস্বী জয়সওয়ালের ব্যাটিং তাণ্ডব। দুইয়ের সৌজন্যে ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লজ্জার হার কলকাতা নাইটরাইডার্সের। যার ফলে প্লে অফের ওঠার আশা কার্যত শেষ কেকেআরের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের লজ্জার হারের পর নানা বিষয় নিয়ে চলছে ‘পোস্টমর্টেম’। তারমধ্যে অন্যতম হল মাত্র ১৪৯ রানের রসদ নিয়ে কেন প্রথম ওভারে বল করতে এলেন কেকেআর অধিনায়ক নীতিশ রানা। আর প্রথম ওভারেই ২৬ রান নিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন যশস্বী জয়সওয়াল। তারপর থেকেই প্রশ্ন উঠছে দলে একাধিক ফুল টাইম স্পিনার থাকা সত্ত্বেও কেন নীতিশ প্রথম ওভারের বল করতে গেলেন? কেকেআরের হারের জন্য নীতিশ রানাকেই প্রধান দায়ী বলা হচ্ছে।
advertisement

ম্যাচে শেষে প্রথম ওভারে বল করতে যাওয়ার কারণ নিয়ে মুখ খুলেছেন খোদ নীতিশ রানা। এছাড়া সাংবাদি বৈঠকে কারণ ব্যাখ্যা করেছেন ভেঙ্কটেশ আইয়র। কেকেআর অধিনায়ক নিজের সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন,”একটু অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। প্রথম ওভারে পার্ট টাইম বোলার ব্যবহার করে প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দেওয়ার পাল্টা পরিকল্পনা করেছিলাম। ছন্দে থাকা যশস্বীকে আউট করাই ছিল লক্ষ্য। তাই নিজেই বল করতে যাই। কিন্তু সেই পরিকল্পনা কাজে আসেনি।”

advertisement

সাংবাদিক বৈঠকে ভেঙ্কটেশ আইয়র অধিনায়কের পাশে দাঁড়ান। বলেন, “আমরা সকলেই জানি নীতিশ রানা অতীতে অনেকবার বড় বড় জুটি ভেঙেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি নীতিশ কতটা ভালো বোলিং করেন সেটাও আমাদের জানা। বাঁ হাতি ব্যাটারের বিরুদ্ধে অফ স্পিনার খারাপ পরিকল্পনা ছিল না। নীতীশ উইকেট পেলে সেটা আমাদের জন্যে মাস্টারস্ট্রোক হত। তখন এত সমালোচনা হত না। কিন্তু আমাগের পরিকল্পনা কাজে লাগেনি। ফলে ক্রিকেটে এমন ঘটনা ঘটেই থাকে।”

advertisement

আরও পড়ুনঃ KKR: লজ্জার হারের পর এখনও প্লে অফে যেতে পারে কেকেআর! কিন্তু কীভাবে? রইল বিস্তারিত তথ্য

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

প্রসঙ্গত, ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কলকাতা নাইট রাইডার্স। সর্বোচ্চ ৫৭ রান করেন ভেঙ্কটেশ আইয়র। রাজস্থানের হয়ে ৪টি উইকেট নেন যুজবেন্দ্র চাহল। রান তাড়া করতে নেমে মাত্র ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। সৌজন্যে যশস্বী জয়সওয়ালের ৯৮ রান ও সঞ্জু স্যামসনের ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ উইকেটে লজ্জার হার কেকেআরের।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
KKR vs RR: নীতিশ রানা কেন প্রথম ওভার করলেন, তার জন্যই কী হারল কেকেআর, জানা গেল আসল কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল