ম্যাচে শেষে প্রথম ওভারে বল করতে যাওয়ার কারণ নিয়ে মুখ খুলেছেন খোদ নীতিশ রানা। এছাড়া সাংবাদি বৈঠকে কারণ ব্যাখ্যা করেছেন ভেঙ্কটেশ আইয়র। কেকেআর অধিনায়ক নিজের সিদ্ধান্তের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে বলেছেন,”একটু অন্যরকম কিছু করতে চেয়েছিলাম। প্রথম ওভারে পার্ট টাইম বোলার ব্যবহার করে প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দেওয়ার পাল্টা পরিকল্পনা করেছিলাম। ছন্দে থাকা যশস্বীকে আউট করাই ছিল লক্ষ্য। তাই নিজেই বল করতে যাই। কিন্তু সেই পরিকল্পনা কাজে আসেনি।”
advertisement
সাংবাদিক বৈঠকে ভেঙ্কটেশ আইয়র অধিনায়কের পাশে দাঁড়ান। বলেন, “আমরা সকলেই জানি নীতিশ রানা অতীতে অনেকবার বড় বড় জুটি ভেঙেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি নীতিশ কতটা ভালো বোলিং করেন সেটাও আমাদের জানা। বাঁ হাতি ব্যাটারের বিরুদ্ধে অফ স্পিনার খারাপ পরিকল্পনা ছিল না। নীতীশ উইকেট পেলে সেটা আমাদের জন্যে মাস্টারস্ট্রোক হত। তখন এত সমালোচনা হত না। কিন্তু আমাগের পরিকল্পনা কাজে লাগেনি। ফলে ক্রিকেটে এমন ঘটনা ঘটেই থাকে।”
আরও পড়ুনঃ KKR: লজ্জার হারের পর এখনও প্লে অফে যেতে পারে কেকেআর! কিন্তু কীভাবে? রইল বিস্তারিত তথ্য
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কলকাতা নাইট রাইডার্স। সর্বোচ্চ ৫৭ রান করেন ভেঙ্কটেশ আইয়র। রাজস্থানের হয়ে ৪টি উইকেট নেন যুজবেন্দ্র চাহল। রান তাড়া করতে নেমে মাত্র ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। সৌজন্যে যশস্বী জয়সওয়ালের ৯৮ রান ও সঞ্জু স্যামসনের ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ উইকেটে লজ্জার হার কেকেআরের।