প্লে অফে পৌছতে গেলে শেষ সবকটি ম্যাচই জিততে হত কেকেআরকে। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে হেরে সেই আশা কার্যত শেষ হয়ে গিয়েছেন কলকাতার। লজ্জার হারের পর কেকেআর অধিনায়ক নীতিশ রানার মুখে যে সাফাই শোনা গেল তাও অবাক করার মত। তিনি বলেন, রাজস্থানের কাছে নয়,’আমরা যশস্বী জয়সওয়ালের ব্যাটিংয়ের কাছে হেরেছি। দারুণ ব্যাট করেছে যশস্বী। প্রশংসা তো করতেই হবে। অসাধারণ ইনিংস খেলেছেন তিনি।’ এছাড়া নিজেদের ভুল সম্পর্কে বলতে গিয়ে নীতিশ রানা বলেছেন,’এই উইকেটে ১৮০ রান তোলা উচিত ছিল আমাদের। ভাল ব্যাট করতে পারিনি আমরা। ব্যাটে-বলে প্রচুর ভুল করেছি আমরা। ২ পয়েন্ট হারানোর সেটাও একটা বড় কারণ।’ কিছু অন্যরকম করার জন্যই প্রথম ওভারে বল করতে গিয়েছিলেন বলে জানান নীতিশ রানা।
advertisement
আরও পড়ুনঃ KKR: লজ্জার হারের পর এখনও প্লে অফে যেতে পারে কেকেআর! কিন্তু কীভাবে? রইল বিস্তারিত তথ্য
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কলকাতা নাইট রাইডার্স। সর্বোচ্চ ৫৭ রান করেন ভেঙ্কটেশ আইয়র। রাজস্থানের হয়ে ৪টি উইকেট নেন যুজবেন্দ্র চাহল। রান তাড়া করতে নেমে মাত্র ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌছে যায় রাজস্থান। সৌজন্যে যশস্বী জয়সওয়ালের ৯৮ রান ও সঞ্জু স্যামসনের ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৯ উইকেটে লজ্জার হার কেকেআরের।