প্রথম ম্যাচে কেকেআরের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। টিম সিলেকশন, ব্যাটিং অর্ডার, বোলারদের পারফরম্যান্স আতসকাঁচের তলায় পড়েছে সবকিছুই। তবে একটি ম্যাচ হারাতেই দলের প্লেয়ারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলতে নারাজ কেকেআর কোচ। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, ‘প্রত্যেকটা প্লেয়ার ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো অভিজ্ঞ। আমি বিশ্বাস করি, প্রত্যেকটা প্লেয়ারই যোগ্য। এমন নয় যে, আমরা কোনও একজন প্লেয়ারের উপর নির্ভরশীল। আমি বিশ্বাস করি, প্রত্যেক প্লেয়ার ভালো পারফর্ম করার জন্য দক্ষ।’ আরসিবি কঠিন প্রতিপক্ষ হলেও তাঁর দল যে প্রস্তুত সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য তাও বুঝিয়ে দিয়েছেন নাইটদের হেডস্যার।
advertisement
আরও পড়ুনঃ KKR: রূপ ও লাস্যের 'ককটেল', নেশায় হবেন বুদ, কেকেআর তারকাদের স্ত্রী ও বান্ধবীরা সত্যিই 'অপ্সরা'
পঞ্জাব কিংস ম্যাচে ব্যাটিং লাইনে আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ররা কিছুটা রান পেলেও অন্যান্যরা ব্যর্থ হয়েছেন। অধিনায়ক নীতিশ রানাও শুরুটা ভালো করলেও বড় রান করতে পারেননি। দ্বিতীয় ম্যাচে নাইটদের ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। সুনীল নারিনকে দিয়ে আরও একবার ওপেন করানো হতে পারে। জেসন রয় দলে যোগ দিয়েই প্রথম একাদশে জায়গা পান কিনা সেটাও দেখার। এছাড়া মনদীপ সিং, অনুকুল রয়, রিঙ্কু সিংরা ঘরের মাঠে সেরাটা দিতে প্রস্তুত। অপরদিকে, বোলিং লাইনে উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী ছাড়া প্রথম ম্যাচে কেউই খুব একটা দাগ কাটতে পারেননি। লকি ফার্গুসন আজ ফিট হয়ে দলে ফেরেন কিনা সেটাও দেখার। সাউদি, নারিন, শার্দুলরাও ছন্দে ফিরতে মরিয়া।
অপরদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এবার প্রথম ম্যাচ থেকেই অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর মনে হয়েছে। যে বিধ্বংস মেজাজে ব্যাটিং করেছেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি তা কেকেআর বোলিং লাইনের চিন্তা একটু হলেও বাড়িয়েছে। মরসুমের প্রথম ম্যাচ থেকে বিরাট-ফাফ জুটি এমন ফর্ম ধরে রাখলে প্রতিপক্ষের ভাগ্য যে খুব একটা সুখকর হবে না সেটা বলাই যায়। এছাড়া প্রথম ম্যাচে সামান্য ঝলক হলেও ম্যাক্সওয়েলকেও ভয়ঙ্কর মনে হয়েছে। তবে এর বাইরে আরসিবির ব্যাটিং লাইনকে প্রথম ম্যাচে দেখার সুযোগ হয়নি। তবে বোলিং অ্যাটাকে আরসিবির বেশ কিছু খামতি প্রথম ম্যাচেই ধরা পড়েছে। ইডেনে ছন্দে ফিরতে মরিয়া হার্শল প্যাটেল, মহম্মদ সিরাজরা। ঘরের মাঠে সেরাটা দিতে তৈরি দুই বাংলার ক্রিকেটাক আকাশ দীপ ও শাহবাজ আহমেদ। তবে দুই দলের ব্যাটি-বোলিং বিভাগের শক্তির বিচার করলে ও প্রথম ম্যাচের পারফরম্যান্স বিচার করলে ইডেনে কিছুটা এগিয়ে থেকেই আরসিবি শুরু করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।