আইপিএল ২০২৩-এ এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ফেলে কলকাতা নাইট রাইডার্স। ৬টি ম্যাচে ৪টি ওপেনিং জুটি খেলিয়ে ফেলেছেন নাইটদের হেডস্যার চন্দ্রকান্ত পণ্ডিত। প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেনিং করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও মনদীপ সিং। সংগ্রহ মাত্র ১৩ রান। পরের ম্যাচে গুরবাজের সঙ্গী পাল্টে যান। আরসিবির বিরুদ্ধে আফগান তারকার সঙ্গে ইনিংস শুরু করেন ভেঙ্কটেশ আইয়র। দ্বিতীয় ম্যাচে কেকেআরের ওপেনিং জুটির সংগ্রহ ২৬ রান।
advertisement
তৃতীয় ম্যাচে কেকেআর কোচ ফের বদল করেন ওপেনিং জুটিতে। এবার রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ওপেনিং করেন নারায়ণ জগদীশান। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআর ওপেনিং জুটি ভাঙে ১১ রানে। তারপরের দুই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওপেনিং জুটির বদল করেনি কেকেআর। কিন্তু গুরবাজ ও জগদীশান যথাক্রমে শূন্য ও ২০ রান করে ওপেনিং জুটিতে। বাধ্য হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সম্পূর্ণ নতুন ওপেনিং জুটি নামান পণ্ডিত স্যার।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইটদের ইনিংসের শুরু করেন ইংরেজ তারকা জেসন রয় ও বাংলাদেশের লিটন দাস। এতদিন দলের বাইরে থাকলেও কবে এই দুই বিদেশী ক্রিকেটার সুযোগ পাবেন তা নিয়েও উঠছিল প্রশ্ন। দিল্লির বিরুদ্ধে অবশেষে আসে সেই সুযোগ। দুই বিদেশী তারকা ওপেনিং করলেও ওপেনিং জুটিতে বড় রান আসেনি কেকেআরের। দিল্লির বিরুদ্ধেও ওপেনিং জুটিতে মাত্র ১৫ রান ওঠে। ৪ রান করে আউট হন লিটন দাস। লাগাতার ৬ ম্যাচে ব্যর্থতা। কবে যে কোনও পাকাপাকি ওপেনিং জুটি পাবে কেকেআর, আর কবে সাফল্য আসবে ইনিংস শুরুতে, সেই অপেক্ষা দীর্ঘায়িত হয়েই চলেছে ফ্যানেদের।
আরও পড়ুনঃ Virat Kohli: জিতেই হুঙ্কার 'অধিনায়ক' কোহলির, অন্য দলদের হুঁশিয়ারি দিয়ে বলে দিলেন 'বিরাট' কথা
প্রসঙ্গত, দিল্লির বিরুদ্ধে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে কেকেআর। দিল্লির বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে কেকেআরের ব্যাটিং লাইন। একমাত্র জেসন রয়ের ৪৩ ও আন্দ্রে রাসেলের ৩৮ রান ছাড়া বলার মতন কিছু নেই। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে কেকেআর। জবাবে রান তাড়া করতে নেমে লো স্কোরিং থ্রিলার ম্যাচে ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে নেন দিল্লি। সর্বোচ্চ৫৭ রান করেন ডেভিড ওয়ার্নার। মরসুমের প্রথম জয়ের স্বাদ পেয়ে খুশি দিল্লি ক্যাপিটালস।