মেগা ম্যাচে নামার আগে নানা সমস্যায় জর্জরিত নাইটরা। তার মধ্যে প্রধান সমস্যা হল ধারাবাহিকতার অভাব। কোন দিন ব্যাটিং ক্লিক করছে না, তো আরেক দিন ফ্লপ বোলিং। এছাড়া ওপেনিং জুটি এখনও ঠিক করে উঠতে না পারা, সেট টিম তৈরি করতে না পারা আরও একাধিক সমস্যা তো রয়েইছে। ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে জয়ে ফিরতে না পারলে যে প্লে অফের ওঠার রাস্তা কার্যত শেষ হয়ে যাবে তা ভালো করেই জানেন চন্দ্রকান্ত পণ্ডিত, নীতিশ রানারা। তাই মেগা ম্যাচে প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা সিএসকের বিরুদ্ধে নামার আগে দলের যাবতীয় ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট।
advertisement
শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের ব্যাটিং লাইন ধরাশায়ী হয়েছিল। জেসন রয় ও আন্দ্রে রাসেল ছাড়া কেউই কোনও লড়াই দিতে পারেনি। তবে বোলাররা ১২৭ রানের পুজি নিয়ে অনেকটাই লড়াই দিয়ে ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে গিয়েছিল। রবিবার ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে রানে ফিরতে বদ্ধপরিকর ভেঙ্কটেশ আইয়র, নীতিশ রানা, এন জগদীশান, রিঙ্কু সিংরা। অপরদিকে, বোলিংয়ে আরও একবার সেরাটা দিতে প্রস্তুত উমেশ যাদব, লকি ফার্গুসন, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরা। সিএসকের বিরুদ্ধে জয় পেতে আরও একবার স্পিন অ্যাটাকেই ভরসা রাখতে চলেছে কেকেআর। নারিন, বরুণ, সূয়শরাই ঘরের মাঠে তুরুপের তাস হতে পারে কেকআরের।
অপরদিকে, আরসিবি ও সানরাইজার্সের বিরুদ্ধে পরপর জয়ের পর রবিবার কলকাতায় জয়ের হ্যাটট্রিক করতে বদ্ধপরিকর চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ বড় ব্যবধানে জিততে পারলে যে লিগ টেবিলের টপে ওঠাও যে সম্ভব তা ভালো করে জানেন এমএস ধোনি। কেকেআরের বিরুদ্ধেও বেন স্টোকসের দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ব্যাটিংয়ে ছন্দে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কে রাহানে, মইন আলি, শিবম দুবেরা। বোলিংয়ে একটু ধারাবাহিকতার অভাব থাকলেও রবীন্দ্র জাদেজার অভিজ্ঞতা ও আকাশ সিং, মাহেশ থিকসানা, মাথিসা পাথিরানা, তুষার দেশপাণ্ডেদের তারুণ্যের উপরই ভরসা রাখছে সিএসকে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে ইডেন জয় করার বিষেয় আত্মবিশ্বাসী ইয়োলো আর্মি।
আরও পড়ুনঃ দাদার জনপ্রিয়তাকেও দেন টেক্কা! শুভমান গিলের লাস্যময়ী বোন সত্যিই হট, রইল সেরা ১০ ছবি
আরও পড়ুনঃ ভারতের কোন টাকায় ছাপা নেই আরবিআই, নেই গভর্নরের স্বাক্ষর, উত্তর অজানা ৯৯ শতাংশের
দুই দলের বর্তমান ফর্মের বিচার করলে কেকেআরের থেকে অনেকটা এগিয়েই শুরু করবে চেন্নাই সুপার কিংস। তবে দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের খাতায় কলমে শক্তির বিচার করলে খুব একটা হেরফের নেই। উল্টে সিএসকের থেকে কেকেআরের বোলিং লাইন বেশি শক্তিশালী। তবে দুই দলের পরিস্থিতি ও চাপ একটা বড় বিষয়। সবদিক থেকে বিচার করে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, কেকেআরের বিরুদ্ধে অ্যাডভান্টেজ সিএসকে।