গুজরাতের বিরুদ্ধে দরকার ছিল শেষ ৫ বলে ৫ ছক্কা, পঞ্চাবের বিরুদ্ধে শেষ বলে দুই রান। এমন চাপের মুহূর্তেও কীভাবে ঠাণ্ডা মাথায় ম্যাচ ফিনিশ করেন রিঙ্কু তা জানার কৌতুহল ছিল সকলের মধ্যেই। পঞ্জাব ম্যাচ শেষে রিঙ্কুর প্রতিক্রিয়া শুনে মনে হে লাস্ট বলে ম্যাচ ফিনিশ করা যেন তার কাছে জল-ভাত। ম্যাচ শেষে রিঙ্কু সিং জানিয়েছেন,”আমি শেষ বল নিয়ে ভাবি না। যে বার পাঁচ বলে পাঁচটা ছক্কা মেরেছিলাম, সে বারও ভাবিনি। আমি শুধু ভেবেছিলাম যদি দৌড়াই তা হলে ম্যাচটা টাই হবে। পাঁচ, সাত নম্বরে খেলতে নামতে হয় আমাকে। আমি অনুশীলনও করি সেই ভাবেই। এখন সহজ হয়ে গিয়েছে। তেমন কোনও চাপও অনুভব হয় না”। মাঠে প্রবল চাপের মুহূর্তেও যেমন নির্বিকার থাকেন রিঙ্কু , ম্যাচ শেষেও তাঁর একই অবস্থান। ঠাণ্ডা মাথার রিঙ্কু কেকেআর দল থেকে ফ্যানেদের এখন নয়ণের মনি।
advertisement
আরও পড়ুনঃ MS Dhoni: আইপিএল ২০২৩-এর পর অবসর এমএস ধোনির! বড় ঘোষণা করলেন মাহির প্রিয় বন্ধু
প্রসঙ্গত, সোমবার ইডেনে টস জিত ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে শিখর ধওয়ানের দল। সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন খোদ পঞ্জাব অধিনায়ক। কেকেআরের সর্বোচ্চ ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। রান তাড়া করতে নেমে লাস্ট ওভার লাস্টা বল থ্রিলারে পঞ্জাবকে ৫ উইকেটে হারায় কেকেআর। নীতিশ রানার ৫১, আন্দ্রে রাসেলের ঝোড়ো ৪২, জেসন রয়ের ৩৮ ও শেষে রিঙ্কু সিংয়ের ২১ রানের ম্যাচ ফিনিশিং ইনিংসের সৌজন্য জয় পায় কেকেআর।