এবার আইপিএলে বারবার দেখা গিয়েছে পুরনো এম এস ধোনির ঝলক। বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই চেনা ফিনিশার ধোনিরও দেখাও মেলে। একেবারে খাদের কিনারা থেকে ঠান্ডা মাথায় দলকে টেনে নিয়ে গিয়ে চেন্না সুপার কিংসকে পৌছে দিয়েছিলেন জয়ের দোরগোরায়। কিন্তু শেষটা করতে পারেননি ধোনি। শেষ বলে ম্যাচে জেতার জন্য সিএসকের দরকার ছিল ৫ রান। কিন্তু সন্দীপ শর্মার কাঁটার মত ইয়র্কারে ১ রানই করতে পারেন ধোনি। তবে শেষ ওভারে ধোনি কী করেন তা দেখার ক্ষেত্রে তৈরি হল নয়া নজির।
advertisement
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ১৭৫ রান করে রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন জস বাটলার। এছাড়া ৩৮ রান করেন দেবদূত পাড়িকল। ৩০ করে রান করেন রবিচন্দ্রন অশ্বিন ও শিমরন হেটমেয়ার। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও একটা সময় গিয়ে পরপর উইকেট হারাতে শুরু করে সিএসকে। ১১৩ রানে ৬ উইকেট পড়ে যায়। সেখান থেকে দলকে টানেন ধোনি ও জাদেজা। শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ২১ রান।
আরও পড়ুনঃ Sourav Ganguly: দিল্লির টানা ৪ হারে চিন্তিত সৌরভ! দলের রোগ কোথায় ওষুধ কী, জানালেন দাদা
টান টান লাস্ট ওভারে বলে আসেন সন্দীপ শর্মা। ধোনি দলকে একেবাপে জয়ের দোরগোরায় নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ১৭২ রানে থামে সিএসকে। চেন্নাইয়ের ডেভন কনওয়ে ৫০, ধোনি ৩১, রাহানে ৩১ ও জাদেজা ২৫ রান করেন। ধোনি ম্যাচ ফিনিশ না করতে পারার আফশোস থাকলেও জিও সিনেমায় দর্শক সংখ্যার নিরিখে যে রেকর্ড গড় সিএসকে বনাম রাজস্থান ম্যাচ তা অবিশ্বাস্য।