TRENDING:

Rinku Singh: নেট দুনিয়ায় ঝড়, কিছুতেই ভোলা সম্ভব নয়, আরও একবার ফিরে দেখা রিঙ্কুর পাঁচ বলে ৫ ছক্কা

Last Updated:

Rinku Singh: ২০২৩ আইপিএল মহাতারকার তকমা এনে দিল রিঙ্কু সিংকে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ওভারে ৫টি ছক্কা মেরে যেভাবে দলকে জয় এনে দিয়েছেন রিঙ্কু তা তাঁকে চিরস্মরণীয় করে রাখল আইপিএলের ইতিহাসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আহমেদাবাদ: অনেক দিন ধরেই কেকেআরে রয়েছেন রিঙ্কু সিং। তবে নিয়মিত সুযোগ পেতেন না। ২০২২ আইপিএলে শেষের দিকের ম্যাচগুলিতে সুযোগ আসতেই বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মধ্যে প্রতিভার কোনও ঘাটতি নেই। বড় ম্যাচে দলকে টানার ক্ষমতা রয়েছে তাঁরও। গত মরসুমে খেলেছিলেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। তবে অদৃষ্ট তার জন্য যে আরও বড় কিছু ঠিক করে রেখেছে তা বুঝতেও পারেননি উত্তর প্রদেশের এই ক্রিকেটার। আর ২০২৩ আইপিএল মহাতারকার তকমা এনে দিল রিঙ্কু সিংকে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ওভারে ৫টি ছক্কা মেরে যেভাবে দলকে জয় এনে দিয়েছেন রিঙ্কু, তা তাঁকে চিরস্মরণীয় করে রাখল আইপিএলের ইতিহাসে।
রিঙ্কু সিং
রিঙ্কু সিং
advertisement

গুজরাটের ২০৫ রানের ইনিংস তারা করতে নেমে শেষ ওভারে কেকেআরের দরকার ছিল ২৯ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কু সিংকে স্ট্রাইক দেন উমেশ যাদব। সেই সময় তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরাও ভাবতে পারেননি এই ম্যাচের ভাগ্যের চাকা কেকেআরের পক্ষেও ঘুরতে পারে। গুজরাট টাইটান্সও ধরে নিয়েছিল জয় শুধু আর ৫ বলের অপেক্ষা। তবে একমাত্র রিঙ্কু সিংকে তখনও স্থির ও শান্ত দেখিয়েছে। ম্যাচ জেতার জন্য শেষ মরণ কামড়টা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর আগামি ৫ বলে তৈরি হল নতুন ইতিহাস।

advertisement

যশ দয়ালকে পরপর ৫ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে অবিশ্বাস্য জয় এনে দেন রিঙ্কু সিং। অসাধ্য সাধন করতেই মাঠে রিঙ্কু ও কেকেআরের আবেগের বিস্ফোরণ। দলকে এমন জয় এনে দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন রিঙ্কু সিং। তার পরপর ৫ ছক্কার ভিডিও ভাইরাল। আট থেকে আশি সকলেই মজেছেন রিঙ্কু সিংয়ে। সচিন তেন্ডুলকর থেকে শাহরু খান, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কেকেআর তারকা।

advertisement

advertisement

আরও পড়ুনঃ IPL 2023: কোহলি-ধাওয়ানদের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার, আইপিএলে প্রথম বিদেশি হিসেবে গড়লেন অনন্য নজির

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে গুজরাট টাইটানস। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া না খেলায় গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেন রাশিদ খান। গুজরাটের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন বিজয় শংকর। এছাড়া ৫৩ করেন সাই সুদর্শন ও ৩৯ রান করেন শুভমান গিল। রান তাড়া করতে রুদ্ধশ্বাস ম্যাচে লাস্ট বল থ্রিলারে জয় পায় কেকেআর। ৩ উইকেটে ম্যাচ জেতে নাইটরা। কেকেআরের হয়ে ৪০ বলে ৮৩ রান করেন ভেঙ্কটেশ আইয়র। এছাড়া ২৯ ৪৫ করেনন নীতিশ রানা। আর শেষে রিঙ্কু সিং ঝড়। পরপর ৫ বলে ৫টি ছয় মেরে দলকে জয় এনে দেন তিনি। ২১ বলে ৪৮ রান করেন তিনি। ৬টি ছয় ও একটি চারে সাজানো তাঁর ইনিংস।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Rinku Singh: নেট দুনিয়ায় ঝড়, কিছুতেই ভোলা সম্ভব নয়, আরও একবার ফিরে দেখা রিঙ্কুর পাঁচ বলে ৫ ছক্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল