আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আহমেদাবাদ থেকেই হাঁটুর চিকিৎসা করাতে মুম্বইয়ে গিয়েছিলেন এমএসডি। সেখানে কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমএস ধোনি। কোকিলাবেন হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসক দীনেশ পারদিওয়ালাকে দিয়ে চোট পরীক্ষা করান। প্রয়োজনে অস্ত্রোপচারও হতে পারে বলে জানা গিয়েছিল। যাবতীয় পরীক্ষার পর চিকিৎসক তড়িঘড়ি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার হল ধোনির অপারেশন। হাঁটুতে সফল অস্ত্রোপচার হল মহেন্দ্র সিংহ ধোনির। ধোনি সুস্থ রয়েছে বলেও জানা গিয়েছে।
advertisement
সিএসকের তরফেও জানানো হয়েছে,”ধোনির অস্ত্রোপচার সম্পূর্ণ ভালোভাবে হয়েছে। দু-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রিহ্যাব শুরু হবে ধোনির।” দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও সিএসেকের তরফে জানানো হয়েছে। হাঁটুর চোট থেকে মুক্তি পেয়ে পরের বছর ফুল ফিট হয়ে আইপিএলে ফিরে আসার জন্য কোনও খামতি রাখতে চাইছেন না ধোনি। প্রিয় তারতার দ্রুত সুস্থতা কামনা করেছেন দেশ জুড়ে ক্রিকেট প্রেমি ও ধোনি ফ্যানেরা।