রাজস্থান রয়্যালস নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার হয়েছে৷ যাতে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, করুণ নায়েক নিয়ে কথা বলতে দেখা গেছে৷ এই কথাবার্তার দরুণ চাহাল এক ভয়ানক গল্প শেয়ার করেছেন৷ তিনি বলেছেন, ২০১৩ সালে আইপিএলের সময় তাঁর প্রাণ বেরিয়ে গিয়েছিল৷
আরও পড়ুন - IPL 2022: আর বল করতে হবে না, হঠাৎই ওভারের মধ্যে দিল্লির তারকা বোলারকে থামালেন আম্পায়ার
advertisement
যুজবেন্দ্র চাহাল এই ভিডিওতে বলেন, ‘‘আমি আমার এই গল্প কাউকে শোনাইনি৷ কিন্তু এখন লোক এই বিষয়ে জানবে৷ এটা ২০১৩ সালের গল্প৷ যখন আমি মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলাম৷ আমাদের একটা ম্যাচ ব্যাঙ্গালোরে ছিল৷ ম্যাচের পর একটা পার্টি ছিল৷ সেখানে একজন বিদেশি ক্রিকেটার ছিল৷ সে নেশায় একেবারে চুর ছিল৷ ও অনেকক্ষণ আমায় দেখছিল৷ অনেকক্ষণ ধরে আমায় দেখছিল৷ তারপর আমাকে নিজের কাছে ডাকে৷’’
দেখে নিন যুজবেন্দ্র চাহালের ভিডিও৷
চাহাল আরও জানিয়েছেন, ‘‘ওই বিদেশি ক্রিকেটার আমায় বাইরে নিয়ে যান, আর আমায় ১৫ তলার বারান্দা থেকে আমাকে ঝুলিয়ে দেন৷ আমি দু হাত দিয়ে ওই ক্রিকেটারের গলা ধরে আঁকড়ে ছিলাম৷ যদি একটুও হাত ছেড়ে যেত তাহলে ১৫ তলা থেকে পড়ে যেতাম৷ ওখানে অনেক লোক ছিল৷ তারা এই ঘটনা দেখতে পায়৷ তারা সঙ্গে সঙ্গে সেখানে এসে পরিস্থিতি সামলে নেয়৷ আমি অজ্ঞান হয়ে যাই৷ তারপর আমায় জল খাওয়ায়৷ ওই দিন আমি বুঝতে পারি বাইরে বেরোলে কতটা সতর্ক হওয়া প্রয়োজন৷ ’’ তিনি আরও বলেন, ‘‘তো এরকম একটা ঘটনা ছিল৷ যাতে আমার মনে হয় আমি মরতে মরতে বেঁচে গেছি৷ কারণ সামাণ্য ভুলেই মাটিতে পড়ে যেতাম ওত উঁচু থেকে৷’’
এই ঘটনা জানার পরেই বীরেন্দ্র সেহওয়াগ বলেছেন এটা মারাত্মক আঁতকে ওঠার মতো ঘটনা৷ চাহাল নিজের এই প্রাণ ভয়ের কাহিনী বর্ণনা করার পরে প্রথম হাইপ্রোফাইল চরিত্র এই নিয়ে সামনে কমেন্ট করলেন৷
তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়, ‘‘গুরুত্বপূর্ণ এটা যে সেই প্লেয়ারের নাম সামনে আসুক৷ যুজবেন্দ্র চাহাল যে মদ্যপের কথা বলেছে৷ এটা সত্যি হলে এটা মজা হিসেবে কখনই ভাবা উচিত নয়৷ জানা উচিত কি হয়েছিল এবং এই ঘটনার গুরুত্ব বিচার করে খতিয়ে দেখা হক৷ ’’
এই নিয়ে যুজবেন্দ্র চাহাল এই বছরে জুনিয়র ক্রিকেটারদের ওপর হওয়া অত্যাচারের বিবরণ দিলেন৷ এর আগে আরসিবি পডকাস্টে বলেছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস এবং জেমস ফ্র্যাঙ্কলিন তাঁর মুখে টেপ দিয়ে আটকে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ন্সে থাকাকালীন৷