চুমুর (Kiss) ছবি আবার স্টেডিয়ামের ক্যামেরা ও সম্প্রচারেও দেখা যায়৷ এই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল (Viral Photo)৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি আসার পরেই সকলেই মজায় মেতেছেন৷
দিল্লির ইনিংসের দরুণ ক্যামেরায় ধরা পড়ে এই যুগল, দেখে নিন চুমু (Kiss) খাওয়ার ভাইরাল ভিডিও (Viral Photo)৷
শনিহার রাতে খেলা হওয়া দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে এই রোমান্টিক দৃশ্য দেখা যায়৷ দিল্লি ক্যাপিটাল্সের দল গুজরাত টাইটান্সের ১৭২ রান টার্গেট পিছু করতে নেমেছিল৷ ক্রিজে ছিলেন পৃথ্বী শ এবং মন্দীপ সিং৷ দিল্লি টিম চার ওভারে এক উইকেট খুইয়ে ৩২ রান করে ফেলেছিল৷ ওভারের মধ্যে যখন ব্রেক হয়েছিল তখন এই যুগলকে স্ক্রিনে চুম্বন করতে (Kiss during IPL) দেখা যায়৷
এখন হচ্ছে মিমের বৃষ্টি
সোশ্যাল মিডিয়ায় এই যুগলের চুমুর (Kiss) ছবি ভাইরাল (Viral Photo) হয়ে গেছে সেই দেখামাত্রই৷ কেউ কেউ প্রস্তাব দিয়েছেন আইপিএলে এখন কিস ক্যামেরা লঞ্চ করা হক৷ এনবিএ-তে হামেশাই দেখা যায় ক্যামেরা কোনও যুগলকে দেখা গেলেই তাঁরা চুমু খেতে শুরু করেন৷ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা লিখেছেন ভারত সত্যিই এখন গ্লোবাল৷