TRENDING:

IPL 2021: সোলার ফ্যান দিয়েই ভুট্টা ভাজছেন ৭৫ বছরের বৃদ্ধা! চমকে গেলেন VVS Laxman

Last Updated:

বেঙ্গালুরুতে খেলা দেখতে গিয়েই দারুণ একটি দৃশ্য চাক্ষুস করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মেন্টর ভিভিএস লক্ষ্ণণ (VVS Laxman) ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: শুরু হয়েছে গিয়েছে IPL 2021 । একদিকে ভোটের ময়দানে ‘খেলা হবে’ স্লোগান, অন্য দিকে মাঠের ২২ গজেও জমে উঠেছে খেলা । গতকাল ছিল IPL 2021-এর প্রথম ম্যাচ । বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে । খেলা ছিল বেঙ্গালুরুর চিদম্বরম স্টেডিয়ামে । আর সেখানে খেলা দেখতে গিয়েই দারুণ একটি দৃশ্য চাক্ষুস করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) মেন্টর ভিভিএস লক্ষ্ণণ (VVS Laxman) ।
advertisement

দেখলেন বেঙ্গালুরুর রাস্তায় বসে কী অসাধারণ বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছেন এক বৃদ্ধা । ৭৫ বছরের সেই বৃদ্দার নাম সেলভাম্মা । এই বয়সেও তাঁর চমকে দেওয়া উদ্ভাবনী ক্ষমতায় মুগ্ধ হয়েছেন লক্ষণ । ট্যুইটারে তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন গোটা ঘটনাটি । বেঙ্গালুরুর ফুটপাতে বসে ওই বৃদ্ধা ভুট্টা পোড়াচ্ছেন । এর জন্য তিনি সাহায্য নিয়েছেন একটি সোলার বোর্ডের । সেই বোর্ডের সঙ্গে লাগানো রয়েছে একটি ছোট্ট ফ্যান । সূর্যের আলো থেকে যে সৌরশক্তি উৎপন্ন হচ্ছে তা থেকেই ওই ফ্যানটি চলছে । ফ্যানের সামনে তিনি রেখেছেন কিছু কাঠ-কয়লা । সেই আগুনেই পোড়ানো হচ্ছে ভুট্টা । শুধু তাই নয়, সেখানে একটি এলইডি আলো লাগানো রয়েছে । রয়েছে ফ্যানের রেগুলেটরও । বৃদ্ধার এই কেরামতি দেখেই চমকে গিয়েছেন লক্ষ্ণণ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, আগামিকাল কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল অভিযান শুরু হচ্ছে চিপকে। এখনও পর্যন্তমাত্রএকবার আইপিএল ট্রফি হাতে উঠেছে লক্ষ্ণণদের, ২০১৬ সালে । তাই এ বছর চ্যাম্পিয়ন হতে মরিয়া ওয়ার্নারদের টিম ।

বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: সোলার ফ্যান দিয়েই ভুট্টা ভাজছেন ৭৫ বছরের বৃদ্ধা! চমকে গেলেন VVS Laxman
Open in App
হোম
খবর
ফটো
লোকাল