দেখলেন বেঙ্গালুরুর রাস্তায় বসে কী অসাধারণ বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছেন এক বৃদ্ধা । ৭৫ বছরের সেই বৃদ্দার নাম সেলভাম্মা । এই বয়সেও তাঁর চমকে দেওয়া উদ্ভাবনী ক্ষমতায় মুগ্ধ হয়েছেন লক্ষণ । ট্যুইটারে তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন গোটা ঘটনাটি । বেঙ্গালুরুর ফুটপাতে বসে ওই বৃদ্ধা ভুট্টা পোড়াচ্ছেন । এর জন্য তিনি সাহায্য নিয়েছেন একটি সোলার বোর্ডের । সেই বোর্ডের সঙ্গে লাগানো রয়েছে একটি ছোট্ট ফ্যান । সূর্যের আলো থেকে যে সৌরশক্তি উৎপন্ন হচ্ছে তা থেকেই ওই ফ্যানটি চলছে । ফ্যানের সামনে তিনি রেখেছেন কিছু কাঠ-কয়লা । সেই আগুনেই পোড়ানো হচ্ছে ভুট্টা । শুধু তাই নয়, সেখানে একটি এলইডি আলো লাগানো রয়েছে । রয়েছে ফ্যানের রেগুলেটরও । বৃদ্ধার এই কেরামতি দেখেই চমকে গিয়েছেন লক্ষ্ণণ ।
advertisement
প্রসঙ্গত, আগামিকাল কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের আইপিএল অভিযান শুরু হচ্ছে চিপকে। এখনও পর্যন্তমাত্রএকবার আইপিএল ট্রফি হাতে উঠেছে লক্ষ্ণণদের, ২০১৬ সালে । তাই এ বছর চ্যাম্পিয়ন হতে মরিয়া ওয়ার্নারদের টিম ।