কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে ড্রেসিংরুমে রাহুল ত্রিপাঠি এবং নীতীশ রানারা ফেরার পরেই মাঠেই শুরু হয় সেলিব্রেশন। টিমমেটরা কেউ গেয়ে উঠলেন, ‘আজ মৌসম বড়া বেইমান হে’। এমনই ছবি ধরা পড়ল নাইটদের অন্দরমহলে। পাশাপাশি টিম হোটেলে একটা বিশাল কেক আগের থেকেই অপেক্ষা করছিল মর্গ্যানদের জন্য (KKR Cake Cutting Celebration) ৷ টিম বাস থেকে ক্রিকেটাররা নামতেই সবার চোখই পড়ল সামনে সাজিয়ে রাখা ওই বিশাল কেকের দিকে ৷ হরভজন তো বলেই দিলেন, এই কেক এতো সুন্দর, যে কাটার প্রয়োজন নেই ৷
advertisement
আরও পড়ুন- KKR vs MI: ব্যাট হাতে দুরন্ত রাহুল-ভেঙ্কটেশ ! মুম্বইকে ৭ উইকেটে হেলায় হারাল কেকেআর
তবে আসল মজা এখনও বাকি ছিল ৷ কেক কাটার পাশাপাশি কেক সতীর্থদের মুখে মাখাটা এখন যেন ‘ম্যান্ডেটারি’ ৷ নাহলে সেলিব্রেশনের আসল মজাই আর জমল কোথায় ৷ সুন্দর কেকটিকে কাটার দায়িত্ব পড়ে সুনীল নারিনের উপর ৷ তিনি কেক কাটার সময় আগের থেকেই প্রস্তুত ছিলেন, হয়তো এবার কিছু একটা ঘটতে চলেছে ৷ ব্যস, ঠিক যা ভাবা, তাই ঘটল ৷ কেক কেটেই ছুটে পালাতে গিয়েছিলেন নারিন ৷ ধরে ফেললেন বাকীরা ৷ সবাই মিলে ক্যারিবিয়ান তারকার মুখে তখন কেক মাখাতে ব্যস্ত ৷ নারিনও আর চুপ করে থাকলেন না ৷ তাঁকে যখন মাখানো হয়েছে, সেই বদলা তিনিও নেবেন ৷ ফলে সামনে যাঁদের পেলেন, তাঁদের মুখেই কেক মাখালেন তিনি ৷ তবে সবচেয়ে মজার দৃশ্য ছিল আন্দ্রে রাসেলকে কেক মাখানো ৷ ঠিক যেন ‘হোলি’ খেলা ! রাসেলের মুখে কেক মাখাতে সবাই তাঁর পিছনে ছুটলেন ৷ রাসেলও দিলেন দৌড় ৷ সেকী দৃশ্য ! কেকেআর শিবিরের সেলিব্রেশনের এই ভিডিও এখন ভাইরাল ৷
লিগ টেবিলে চার নম্বরে উঠে এসেছে কলকাতা। নক আউটে যাওয়ার আশা বাড়ছে সুনীল নারিনদের মনে।