চেন্নাই পয়েন্ট টেবলে দু’নম্বরে রয়েছে ৷ অন্যদিকে আরসিবি (RCB) এবং মুম্বইয়ের (Mumbai Indians) বিরুদ্ধে জিতে কেকেআরও একলাফে উঠে এসেছে চার নম্বরে ৷ প্লে অফে জায়গা নিশ্চিত করতে ধোনি ব্রিগেডের প্রয়োজন আর মাত্র একটি জয় ৷ অন্যদিকে লড়াই জারি রেখের শাহরুখ খানের দল ৷ তাদের প্রায় সব ম্যাচই জেতা ছাড়া আর কোনও উপায় নেই ৷
advertisement
নেট রান রেটে কেকেআর অন্য দলগুলির থেকে একটু হলেও এগিয়ে রয়েছে। তাই আজ পুরো আত্মবিশ্বাস নিয়েই মাঠ নামবেন ইয়ন মর্গ্যানরা। যদিও মুম্বই হোক, কিংবা চেন্নাই ৷ লড়াইটা বরাবরই কঠিন হয় ৷ সিএসকে নিঃসন্দেহে এই ম্যাচেও ফেভারিট হলেও আবু ধাবিতে আরও একটা জয় তুলে নিতে বদ্ধপরিকর টিম কেকেআর ৷
নাইটদের দলে রাহুল ত্রিপাঠি এবং ভেঙ্কটেশ আইয়ার দুরন্ত ফর্মে রয়েছেন, অন্যদিকে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন বল হাতে ভেলকি দেখাচ্ছেন। পিছিয়ে নেই সিএসকে শিবিরও। একনজরে দেখে নেওয়া যাক, আজকে দু’দলের প্রথম একাদশ কেমন হতে পারে ৷
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য প্রথম একাদশ- রুতুরাজ গায়কোয়াড়, ফ্যাফ ডু প্লেসি, মইন আলি, আম্বাতি রায়াডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হ্যাজলউড
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, অইন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী