ওপেন করতে নেমে এদিন ১২ বলে মাত্র ৬ রান করেই হরভজনের শিকার হন কোহলি ৷ একটা বাউন্ডারিও মারতে পারেননি তিনি ৷ আইপিএলে গত ১২ বছরে চেন্নাইয়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে রান পেয়ে আসা কোহলির কাছে নিঃসন্দেহে শনিবারের ম্যাচ বড় ধাক্কা ৷ ধোনির টিমের বিরুদ্ধে এটাই সবচেয়ে কম রানের ইনিংস আরসিবি অধিনায়কের ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে ২১ ইনিংসে ৭৩২ রান রয়েছে বিরাটের ঝুলিতে ৷ যার মধ্যে ৬টা হাফ-সেঞ্চুরির পাশাপাশি ১২ বার তিরিশের বেশি রান করেছেন কোহলি ৷ সিএসকে-র বিরুদ্ধে তাঁর গড় ৪০-এর বেশি ৷ তাই নিঃসন্দেহে শনিবারের ইনিংস বিরাটের কাছে দুঃস্বপ্নের মতোই ৷ শুধু চেন্নাই বা বেঙ্গালুরু নয়, গোটা দেশের নজর ছিল এই ম্যাচের দিকে। কিন্তু একপেশে উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হল দ্বাদশ আইপিএল ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2019 12:18 AM IST