TRENDING:

ওয়াংখেড়েতে কেন নারিনকে দিয়ে ওপেন করানো হয়নি ? জেনে নিন আসল কারণ

Last Updated:

পরীক্ষামূলকভাবে সুনীল নারিনকে ওপেন করতে নামিয়ে এর মধ্যে অনেকবারই লাভবান হয়েছে কেকেআর শিবির ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  পরীক্ষামূলকভাবে সুনীল নারিনকে ওপেন করতে নামিয়ে এর মধ্যে অনেকবারই লাভবান হয়েছে কেকেআর শিবির ৷ কিন্তু রবিবার ওয়াংখেড়েতে আচমকাই দেখা যায় নারিন নয় ৷ ক্রিস লিনের সঙ্গে ওপেন করতে নেমেছেন শুভমান গিল ৷ তাতে কিছু লাভ অবশ্য হয়নি ৷ ওপেন করতে নেমে চূড়ান্ত ব্যর্থ গিল ৷ অন্যদিকে নারিনকে নামানো হল একেবারে শেষের দিকে ৷ ৪ বল খেলে মাত্র ৫ রান করেই আউট হন নারিন। ম্যাচও কেকেআর হারে ১৩ রানে ৷
advertisement

আরও পড়ুন-ভারতীয় ড্রেসিংরুমে প্রথম পা দিয়েছিলেন, তারপর যা হল, সিক্রেট আউট কোহলির

সেরা ভিডিও

আরও দেখুন
YouTube দেখে স্কেটিং শেখা, রাম মন্দির-কেদারনাথ জয় দশম শ্রেণীর পড়ুয়ার
আরও দেখুন

হারের পর এখন প্রশ্ন উঠছে কেন নারিনের বদলে রবিবার শুভমান গিলকে ওপেন করতে নামানো হল ? অনেকেই বলছেন, নারিন ওপেন করতে নামলে এভাবে হারতে হতো না নাইটদের। তবে এই সিদ্ধান্তের পিছনে আসল কারণ কী ? জানিয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ৷ তিনি বলেন, ‘‘ আমি চেয়েছিলাম ওপেন করতে নারিনই যাক। কিন্তু ও অসুস্থ হয়ে পড়েছিল। সেই কারণে ১৮-১৯ ওভারের সময়ে মাঠের বাইরে চলে যেতে হয় নারিনকে। এর পরে নারিনকে সাত নম্বরে ব্যাট করতে পাঠাতে বাধ্য হই। ’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ওয়াংখেড়েতে কেন নারিনকে দিয়ে ওপেন করানো হয়নি ? জেনে নিন আসল কারণ