TRENDING:

ভারতীয় ড্রেসিংরুমে প্রথম পা দিয়েছিলেন, তারপর যা হল, সিক্রেট আউট কোহলির

Last Updated:

নিজের প্রথম দিনের অভিজ্ঞতা ক্যাপ্টেন কোহলির মনেও অম্লান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু : নিজের প্রথম দিনের কলেজের অভিজ্ঞতা, কিম্বা কর্মস্থলে প্রথম দিনের অভিজ্ঞতা, সবসময়েই বিশেষ ৷ জীবনে অনেক এগিয়ে গেলেও সেই স্মৃতি মানুষের মনে থেকে যায় ৷ বিরাট কোহলিও এর ব্যতিক্রম নয় ৷
advertisement

ভারতীয় ক্রিকেটে এখন সাফল্যের সঙ্গে অধিনায়কত্ব করছেন বিরাট কোহলি ৷ অনেক পথ পেরিয়ে আজ তিনি দলের সিনিয়র ক্রিকেটার ৷ তবে নিজের প্রথম দিনের অভিজ্ঞতা ক্যাপ্টেন কোহলির মনেও অম্লান ৷ এই মুহূর্তে আইপিএলে আরসিবি-র হয়ে অধিনায়কত্ব করছেন তিনি ৷ বিরাট জানিয়েছেন, ‘‘আমার পরিষ্কার মনে আছে নির্বাচনের দিনে আমি আমার মায়ের সঙ্গে বসে খবর দেখছিলাম ৷ আমার নাম টিভিতে দেখানো হল, আমি ভেবেছিলাম হয়ত আমার নামে গুজব ছড়ানো হচ্ছে ৷ পাঁচ মিনিটের মধ্যে আমি ফোন পেলাম , আমি বিভোর হয়ে গেলাম, আমি কাঁপছিলাম ৷ ’’

advertisement

এদিকে ড্রেসিংরুমের একটা নিয়ম ছিল বলেও জানিয়েছেন কোহলি ৷ কোহলি বলেছেন, ‘‘আমি প্রথম টিম মিটিংয়ে যাচ্ছিলাম, টিম রুমে আমাকে বক্তব্য রাখতে বলা হল ৷ আমার স্নায়ু শিথিল হয়ে যাচ্ছিল, চারদিকে ভারতীয় দলের তারকারা, সকলে আমার দিকে তাকিয়ে ছিল ৷ ’’

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

এরপর হাসতে হাসতে কোহলি আরও যোগ করেন  এখন আমরা এটা করি, নতুনরা এলেই তাদের নার্ভাস করে দিই ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় ড্রেসিংরুমে প্রথম পা দিয়েছিলেন, তারপর যা হল, সিক্রেট আউট কোহলির