TRENDING:

চিপস চিবোচ্ছেন বিরাট, ধরা পড়লেন ক্যামেরায়, উত্তরে যা বললেন ক্যাপ্টেন কোহলি

Last Updated:

আইপিএল ম্যাচ চলাকালীন নাকি কোহলিকে চিপস খেতে দেখা গেছে আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ব্যাঙ্গালোর:  ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি , ফিটনেস নিয়ে তিনি যেভাবে মজে থাকেন তা এখন কারোর অজানা  নয় ৷ শরীর ফিট রাখতে যে খাবার খাওয়া উচিত নয় তার দিকে ভুলেও পা বাড়ান না বিরাট ৷
advertisement

শুধু এটুকুই নয় নিজে যা খান না তার বিজ্ঞাপনী প্রচারও করেন না তিনি ৷ এভাবেই বহুজাতিক নরম পানীয় সংস্থার বহু কোটি টাকার প্রস্তাবও ফিরিয়ে দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন ক্যাপ্টেন কোহলি ৷ কিন্তু হঠাৎ কী হল তাঁর ৷

Photo Courtesy - YouTube

advertisement

Photo Courtesy - YouTube

আইপিএল ম্যাচ চলাকালীন নাকি কোহলিকে চিপস খেতে দেখা গেছে আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল ৷ সকলেরই প্রশ্ন ফিটনেস ফ্রেক বিরাট চিপস খাচ্ছেন কি করে ৷ তাহলে কী বার্তা দিচ্ছেন তিনি ৷ এমনকি নেটিজেনরা এও বলতে ছাড়েননি যে বিরাট কি আইপিএল ম্যাচের চাপ না নিতে পেরে এমন কাণ্ড ঘটিয়েছেন ৷

advertisement

বিরাট এই প্রশ্নেও ফ্যানদের মুখোমুখি হয়েছেন সরাসরি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বিরাট জানিয়েছেন পুরো ঘটনাটি তিনি জেনেছেন ৷ পাশাপাশি তিনি এও জানিয়েছেন বহু প্রচারিত এই ছবিটি নিয়ে নিজের ব্যখ্যা রবিবারের ৮ টা –র ম্যাচের প্রথম স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় দিয়ে দেবেন ৷

Photo Courtesy- Virat Kohli /Twitter Handle

advertisement

তবে নিজের সরাসরি উত্তর পোস্টে না দিলও বিরাট আরও একবার পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন প্রত্যেকেরই নিজের ফিটনেস সম্পর্কে সচেতন হওয়া উচিত এবং তা মেনে চলা উচিত ৷ বিরাট আরও জানিয়েছেন তিনি বাড়ির রান্না করা খাবার খেতে ভালোবাসেন , তবে তাঁকেও হাতছানি দেয় নিষিদ্ধ তালিকায় থাকা উচিত এমন খাবার ৷ আর সেটাই হল চিপস ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তিনি আরও বলেছেন যাঁরা তার স্বাস্থ্য নিয়ে এত চিন্তা করেছেন তাদের ধন্যবাদ, তবে আরও একবার তিন বলছেন একটা জিনিসই বদলেছে তিনি একটা সময় বেছে নিয়েছেন যখন তিনি দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে নিজের ‘পছন্দের খারাপ খাবারটি খান ৷’

বাংলা খবর/ খবর/খেলা/
চিপস চিবোচ্ছেন বিরাট, ধরা পড়লেন ক্যামেরায়, উত্তরে যা বললেন ক্যাপ্টেন কোহলি