কিন্তু কেসটা আদপেই তা নয় ৷ বিরুষ্কার জীবনে এখন পুরোটাই ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’টাইপ ৷ একজন সোশ্যাল মিডিয়ায় কোনও মেসেজ করলেই অন্যজন তাঁর উত্তর দিচ্ছেন সামাজিক মাধ্যমেই ৷
জাতীয় দলের জার্সি গায়ে যেরকম কাঁপানো পারফরম্যান্স দিয়েছেন কোহলি, ঠিক তেমনিই আইপিএলের জার্সিতেও ঝাঁঝ দেখাচ্ছেন ৷ ১২ ম্যাচে ৫০০ রানের গন্ডিও পেরিয়ে গেলেন তিনি ৷ ৫১৪ রান করে ফেলেছেন কোহলি ৷ আসলে অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় বিরাটদের চাঙ্গা করার অনুষ্কার বার্তা এখন সুপারহিট ৷
advertisement
স্ত্রী অনুষ্কার এই পোস্টের উত্তর বিরাট কোহলিও দিয়েছেন পোস্টেই ৷ তিনি কিংস ইলেভেন পঞ্জাবকে হারানোর পর লিখেছেন, ‘‘ইয়েস মাই লাভ, ইনডিড উই অ্যারাইভড টুডে ৷’’ বার্তা পরিষ্কার যে লক্ষ্যের জন্য ঝাঁপিয়েছিলেন কিংস বধের পর নিশ্চিতভহাবেই সেই লক্ষ্যে পৌঁছলেন ৷
এদিকে অনুষ্কা আবার এই মুহূর্তে দেশেই নেই , শাহরুখের সঙ্গে জিরো ছবির শ্যুটিং করছেন মার্কিন মুলুকে ৷