২০১৯ বিশ্বকাপ ধোনিই যে খেলছেন তা এই মুহূর্তে নিশ্চিত ৷ তবে ২০১৯ শেষ হওয়ার পরেও তো ভারতীয় ক্রিকেট থাকবে আর যেখানে একদিন না একদিন ধোনি থাকবেন না ৷ সেক্ষেত্রে কে ধোনির জুতোয় পা গলাতে পারেন এই প্রশ্ন সবসময়েই থাকে ৷
advertisement
মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসর নেওয়ার পর তাঁর জায়গায় ঋদ্ধিমান সাহা মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেছেন, কিন্তু ছোট ফর্মাটের ক্রিকেটে ঋদ্ধিকে ঠিক সেভাবে ভাবছেন না নির্বাচক কিম্বা ক্রিকেটের ওয়াকিবহাল মহল ৷ বরং এবারের আইপিএলে ইশান কিষাণ, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনরা খেলছেন ৷ তাতে অদূর ভবিষ্যতে এঁদের ত্রিমুখী লড়াইতেই স্থির হবে ধোনির উত্তরসূরি ৷
ঋষভ পন্থ
সবার আগে আসছে দিল্লি ডেয়ারডেভিলসের ২০ বছরের ঋষভ পন্থের নাম ৷ ১১ ম্যাচে তাঁর নামের পাশে ৫২১ রান ৷ গড় ৫২.১০ ৷ এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপও তাঁর ৷ তাঁর হাতে যে পরিমাণ বড় স্ট্রোক রয়েছে তাতে যেকোনও মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি ৷ পাশাপাশি নিজের উইকেট কিপিং টেকনিকেও উন্নতি ঘটিয়েছেন তিনি ৷
সঞ্জু স্যামসন
কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ ফর্মে রয়েছেন ৷ ১০ ম্যাচে আইপিএলে ৩৩২ রান করেছেন তিনি ৷ তাঁর স্ট্রাইকরেট ১৪১.২৭ ৷ ২০১৩ সালেও নজর কেড়েছিলেন তিনি ৷ তারপর বেশ খানিকটা পিছিয়ে পড়েছিলেন তিনি ৷ তবে এবছর আবার ফিরলেন ফর্মে ৷ ়
ইশান কিষাণ
মুম্বই ইন্ডিয়ান্সের ইশান কিষাণও যেভাবে উঠছে তাতে ইনিও ধোনির উত্তরসূরি হয়ে উঠতেই পারেন ৷ ১১ ম্যাচে ২৩৮ রান করেছেন ৷ অনুর্ধ্ব ১৯ প্রাক্তন সদস্য ইশান ভালো ব্যাটসম্যান ৷ তাই নয়া চ্যালেঞ্জার হিসেবে তাঁর নাম সামনে আসছে ৷