ধোনির সিএসকে মুম্বই ইন্ডিয়ন্সের কাছে হেরেছে, অন্যদিকে জিতেছে সানারাইজার্স হায়দরাবাদ, ফলে এক নম্বর জায়গায় পৌঁছে গেছে কেন উইলিয়ামসেনর দল ৷
এখনও অবধি লিগ টেবলের শেষে আটকে রয়েছে দিল্লি ডেয়ারডেভিলসই ৷ কেকেআরের বিরুদ্ধে জিতেও লিগ টেবলের ওপরে ওঠা টা কার্যকর হয়নি ৷
সিএসকে-র হয়ে খেলা অম্বাতি রায়ডু এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের অধিকারী ,তার রান ৭ ম্যাচে ৩২৯ ৷ সানরাইজার্স হায়দরাবাদের কেন উইলিয়ামসন ৮ ম্যাচে ৩২২ রান নিয়ে টেবলের দু‘নম্বরে রয়েছেন ৷ এদিকে তাঁর দল লিগ টেবলে পিছিয়ে থাকলেও বিরাট কোহলি সেরা রান সংগ্রাহকদের তালিকার ৩ নম্বরে রয়েছেন ৷ সেরা রান সংগ্রাহকদের সেরা দশের মধ্যে কেকেআরের একজনই আছেন তিনি ক্রিস লিন ৷ তাঁর সংগ্রহ ৮ ম্যাচে ২৪৮ ৷
advertisement
এদিকে পার্পল ক্যাপের অধিকারী হয়েছেন সানারাইজার্স হায়দরাবাদের সিদ্ধার্থ কৌল ৷ এই বোলারের ৮ ম্যাচে ১১ উইকেট রয়েছে ৷ বোলারদের তালিকার সেরা দশে জায়গা পাননি কোনও কেকেআর বোলার ৷ নাইট বোলারদের মধ্যে সুনীল নারিন রয়েছেন ১৪ নম্বরে ৷