সিএসকে –র বিরুদ্ধে ১৭০ রান তাড়া করে ম্যাচ জিতেছিলেন মুম্বই ইন্ডিয়ন্স অধিনায়ক ৷ দল এখন টেবলের ৬ নম্বরে ৷ ফলে মনটা দারুণ খুশি ৷ ৩১ –এ পড়লেন রোহিত শর্মা ৷
ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার রোহিত শর্মা ৷ সিএসকে-র বিরুদ্ধে ম্যাচে ৫৬ রান করেছিলেন তিনি ৷ ফলে রোহিত ফ্যানরা সকলেই দারুণ সব শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন রোহিতের ওয়াল ৷
advertisement
তিনিই একমাত্র প্লেয়ার যাঁর একদিনের ক্রিকেটে ৩ টি দ্বিশতরান রয়েছে ৷ ২০১৪ সালে একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রান করেছিলেন তিনি ৷ একদিনের ক্রিকেটে যা কোনও ক্রিকেটারের করা সর্বোচ্চ রান ৷ পাশাপাশি টি-টোয়েন্টিতে দ্রুততম শতরানের নজিরেও তাঁর নাম লেখা ৷ যদিও এক্ষেত্রে তিনি যুগ্ম রেকর্ডের অধিকারী ৷ মাত্র ৩৫ বলে শতরানের নজির রয়েছে তাঁর ৷ এহেন ক্রিকেট তারকার জন্মদিনে ক্রিকেট দুনিয়া থেকে একের পর এক শুভেচ্ছার ঢল আসছে ৷